পাতা:আনন্দ রহো.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) নারা—তাহ প্রতিমা যেন হাসছে ! এ কণপতৰু পদে সচমদন রক্তজবা দিলে যে মনস্কমেন পূর্ণ হবে, তার আশ্চর্য্য কি ! গুৰুদেব যথাথ ই বলেছ, আহ ! এমন ঠাম কখন দেখিনি । ( নেপথ্যে—“আনন্দ রছে ! —আনন্দ রহে|” ! ! ! ) নারা—লহনা ! যাও, দেবি পূজা কর—মনের মামস, ব্রহ্মময়ীকে জান" ও } লহ-—যমুনা কেবল জবাই দিলে পূজা করতে, তামন গোলাপ গুলি দাওনি ? নারা- (যমুনার প্রতি ) তুমি ফুল রাখলে না ? যমু—আমি একটা রেখেছি ; রাজ-কম্য যে নিলেন, তার সাজাতে সাধ হয়েছে । নারা–তাই ! এ বনে ফুলের অভাব কি | এই দিকে এস, যত ফুল নেবে এস, ভাল ভাল পদ্ম ফুটে রয়েছে, তোমরা সকলেই এস যার যত ইচ্ছা ফুল নেবে এস । (লহন ব্যতীত সকলের প্রস্থান) লহ--মাগে ! আমার দুরাশা কি পূর্ণ হবে । সতীত্ব নারীর পরম ধর্ম্ম,যেন মনে থাকে মা ! যদি মনস্থির না করতে পারি,ইহুকালও যাবে পরকাল ও ষাবে | (নেপথ্যে) গীত-ছায়ামট—খেমটা । তুলনে রাঙ্গ। কমল, রাঙ্গ পায়ে সাজবে ভাল । চল ত্বর পূজবো তারা, থাকবে না আর মনের কাল ॥ । নাচ বে শ্যামা হৃদকমলে, ধোব চরণ নয়ন জলে, বদন ভরে ডাকবে। ওমা, মায়ের রূপে জগৎ তালে । ( নারানসিংহের প্রবেশ ) লহ-—তোমরা আমাকে একল রেখে কোথায় গিয়েছিলে ?