পাতা:আনন্দ রহো.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) ( সখীগণের গন করিতে প্রবেশ ) (গীত–তুলেনে রাঙ্গা, ইত্যাদি ) লহু-—ভাই ! পূজা করতে এসে এখন গান কেন, পূজা করে নাও, শীঘ্র শীঘ্র বাড়ি চল । (সকলের পূজা করিতে গমন । লহ-—(নারানসিংহের প্রতি ) পদ্ম ফুলদে বুঝি তামার পূজা করতে সাধ যায় না ! •. না? —পজা কৰুণ না । আরও ভাল ভাল পদ্ম রয়েছে, ওঁর তে সব তুলতে পারলেন না, আমি এনে দিচি । যমু--এই যে রাজ-কন্যা, আমার কাছে অনেক আছে । কানু-(একটা ছোট ফুল লই ) আমি কিন্তু ফুলটি দেবেন। লহ-কুড়িতেই এত ময়, না জানি ফুটলে কি করতিস্ ? ( নেপথ্যে—“আনন্দ রহে। —তানন্দ রাহ” !!! ) লহ--(নারানের প্রতি ) ও মিনসে কে ? ওকে ডাকতে পাের, কত আনন্দ দেখি । ( বেতালের প্রবেশ ) বেতা-“আনন্দ রহে !--আনন্দ রহে|” ! ! ! . নারা—ভাল বাপু ! তুমি “আনন্দ রহো" বল কেন ? ৰেতা—তারে সে মজার কথা—আমায় একজন শিখিয়ে দিয়েছে । গাজ খাইনি—পেট দমদম-আর এই রোদ তো জান—জিভ শুকিয়ে গেছে—মাঠের মাঝখানে পড়ে আছি, তার বেট এলে ; : মারা—এলে কে ? বেতা—আরে তোফা একেবারে পাতি বেছে গণজাটি সেজেছে । গন্ধ পেয়ে উঠে বসে দেখি, তামার পাশেই বসে ? দপ করে কলকে