পাতা:আনন্দ রহো.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( b ) (রাণ প্রতাপের গুণ গান করিতেই কতকগুলিসৈনিকের প্রবেশ) } সারঙ্গ—তেওর א হ্রদ ম শাসন রিপুকুল নাশন, পবন গমন, নীল হয় বাহন, নিবীড় জটাজুট, শির বিভূষণ । আধ চ দি ভালে, তিলক বালক, বিষমেজ্জল জ্বালা, নয়ম পাবক, দিন কর, হুর বর, কৃপাণ ঝক ঝক, পীন বাহুমূল, * বিশাল বক্ষস্থল, দুর্বল প্রবল, ফ্লাসিত দুৰ্জ্জন। ১নায়—কোথা পাব ? ১সৈন্য-পদ্ম কুণ্ডতে আমরা খাওয়া দাওয়া করবো । ২য় নায়--কাল তুমি কি সাজবে। ২সৈন্য-অজ্ঞে, আমি ভাল্ল ক সাজবে। ১নায়-তুমি কি সাজবে ? তসৈন্য-অজ্ঞে-অজ্ঞে, আমায় মশাই যা অনুমতি করবেন তাই সাজবো ; তা মশাই মৃতম পোশাকট। পরে এসেছি কোথায় রাখবো । ১লীয়-আর বাপু ক্ষমা দাও বিস্তর হয়েছে ! ৩য়সৈন্য—অজ্ঞে রাগ করেন তো বলি— ১মীয়-বাপু ! তুমি যে উৎপাতে ফেল্লে । রাগ করি তো বলবে ; আর যদি না রাগ করি, তো আন্তে আস্তে চলে যাবে, রাগ করিনি বাপু ষাও । তসৈন্য-আজ্ঞে, আমার এ স্থানে আসাটা ভাল হয় নাই। ১সৈন্য—অীরে এমন এ দিকে । ৩সৈন্য-দাড়াও না—দাড়াও ন