পাতা:আনন্দ রহো.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8 ) লহ--না তোমার জন্য এই যে ফুল তুলতে উঠিছি, দাড়িয়ে নিয়ে • গেলে না ? নারা-রাজকুমারী ! রাজপুতানার নিন্দে কল্যেল ! আপনি দিল্লীতে এই কুসম-কাননে বসে আছেন, আপনার পিতা বাদসার সেনাপতি, বাদস কর্তৃক রাজা ; আরাবল্লী পর্ব্বতের দীন প্রজাও সে সম্মানের প্রার্থনা করে না—হিন্দু-কুল-ভূষণ প্রতাপ ব্যতীত কাহারও আনুগত্য স্বীকার করে না,স্বয়ং বাদসাও তার সৌহার্দ্য প্রার্থনীর পত্র লিখেছেন । লহ-নারাণ, তোমার যে বড় বড় !. নর-না, বড় মিমতা ! আপনি স্ত্রীলোক, ( ) ( সেলিমের প্রবেশ ) সেলি-লহন ! তুমি একলা আছে, ভাল হয়েছে । আমি শীঘ্র বাদস হব তার সন্দেহ নাই,আমার আক্ষেপ কিছুই নাই—কিছুই বাকি থাকবে না ; কিন্তু কার কাছে প্রাণ জুড়বে—এমন কেউ নেই। লছন তোমায় ভালবাসি, কিন্তু,লহ—আপনি কি বলছেন ? সেলি-এই বলছি আমার চিত্তের স্থিরতা নাই,—তোমায় আমি প্রাণ অপেক্ষ ভালবাসি---তোমার সঙ্গে দেখা হবে ন!—তোমায় আর দেখবে না, হায় ! হায় ! যদি প্রস্তর হতে বারি নির্গত হলে, সে বারি মৰুভূমি বয়ে যাবে ? লহ--তাপনি কি অমীম ভাল বাসেন ? w সেলি—ন ভাল বাসিনি, কে না ভাল বাসে ? তুমি দেবী নও তুমি রাক্ষসী—একবার হারটা পর আমি দেখি, আমার যত্নের সামগ্রী নিতে বিলম্ব কচো, বহুমূল্য হার, বড় সাধ করে কিনেছিলেম “ আমার যে বেগম হবে তাকে পরব।