( R> ) ধন্য,তুমি সিংহের নিকট শৃগালের ভক্ষ পাঠিয়ে নিশ্চিন্ত রছিলে । হা । এত অপমান জন্মেও সহ করিনি ; রণস্থলে,কি শত্র কি মিত্র সহস্ৰ সহস্ৰ বীরপুৰুষ বীর পুৰুষের ম্যায় পড়তে দেখেছি; शझेर রণ উল্লাসে আমার মৃত্যু হলো না ; আমায় কেউ গুৰু বল, কেউ প্রভূ বল, কি মোহিনীতে আমার এই বুকের শেল তুলতে হস্ত প্রসারণ কচো না-আকবরসহ ! ধন্য তোমার মোহিনী—দেখ দেখ আমার সর্ববঙ্গ পাও বর্ণ হচে, আমার বীর- হস্ত হতে ভরবরি খসে পড়ছে । (নেপথ্যে—“আনন্দ রহে ! আনন্দ রহে ” !! ) প্রভ—ছ ! আজি আমীয় ধর—এ কথা বলবার ইচ্ছা ছলে,প্রাণ কি বঞ্জ হতে কঠিন, যেন ফুলের ন্যায় আমার হৃদপিণ্ড খসে পড়ছে । ( নেপথ্যে—“তানন্দ রহে !!--অর্ণনন্দ রহে|” !! ! ) ( বেতলের প্রবেশ ) বেতা-ই্যারে । রাগ করিছিস্ ; তুই গাজ ছিলেমটা ফেলে এলি কেল রে । সভাগণ—কে এ বেটী, মেরে তাড়াও একে । (প্রহfর) বেতা—“আনন্দ রছে ! তানন্দ রহো" ! ! কিন্তু গাজা দিতে হবে, আমি ও মেরেছিলেম গণজা দিয়েছিলুম। [ প্রহরীগণের দূরীকরণের চেষ্ট্র ও প্রহর । বেতা “আনন্দ রহে ! আনন্দ রছে।” ! ! এইবার তার মতম হয়েছে, তবে নাশাল তার মতন বলতে পারব না । প্রতা-উত্তম,উত্তম ; রজপুত বাহু দুর্বল পীড়নের নিমিত্তই বটে ; রমণী বলাৎকার, স্ত্রীহত্য, শিশুহত্য, ব্রহ্মহত্যা, ভ্রুণহত্য পর্য্যস্ত এখন দেখতে বাকি । বেত—আরে কথা শোনেনা,তার কি তাময় মারতে পারবি ?“আনন্দ রহে ! আনন্দ রহো" ! ! { বেতালের প্রস্থার্ম"] ー @ gで A. : :o) 2-め/-) '222ち・・
পাতা:আনন্দ রহো.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।