পাতা:আনন্দ রহো.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজপুভের ব্রহ্ম-রত্ন-ভেদী সিংহনাদ, শৃগাল ত্রাসক কপির স্রোত ঘুর্ণবায় স্তম্ভিতকর তারির হাছাকার স্বনি মিশ্রিত দুন্দভি निनोरेन আসন্ন জয়োল্লাস ; ভাকিবরি যদি পূনর্ব্বার সিংহের নিকটে সিংহের ভেট পাঠায় তা হলে বজ্র ষোড়া লাগে, নচেৎ বজ্র কুসুমেই ভেদ হবে । রাণ প্রতাপকে দয়া প্রকাশ ! বজ্র ভেদ হবেই তে । ( নেপথ্যে “তানন্দ রহে !--আনন্দ রহে' ! ! খঞ্জ-এ যে মশাই ধৰণ, ঢের টাকা—রণ প্রতাপ মলোই ব-ঢের টাকা । ২য় সেন ন!—হ। অভাগ পাগল ! এ পগলাটা বলছে দেখছে, বলে রাণ প্রতাপ মরে মরুণ । ১ম সেন ন—ওকে কেটে ফেল, হুলোইবা পাগল ; রক্ষী একে গরদে নিয়ে যাও । ( নেপথ্যে—“ন না মরেনি” ) ২য় সেন না-আর এদিকে এক কাপ দেখ । ( থঞ্জের প্রস্থান ) মল্ল—ও বাবারে, একটা নয় দুটোরে । ( নেপথ্যে খঞ্জ-ভয়—গেল—ধরিছিলুম–পড়ে গেলুম—টীক । ) ২য় সেন না—একি ! এ মুচ্ছর্ণ গেছে নাকি ! ১ম সেন ন—তাহ যাবেইতে, রাজপুতের প্রাণ ! (নেপথ্যে—“আনন্দ রছে ! তানন্দ রছে। ”! ) ( সকলের প্রস্থান ) ^: پیستم سیست: WikitanvirBot (আলাপ)