পাতা:আনন্দ রহো.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( $ $ ) می প্র তা—তোমার বার বাসন পূর্ণ হউক। যমুনা তুমি আমায় দেখতে এসেছে, তোমার মাতুল তে রাগ কর্ব্বেন না ? হলদিঘাটের যুদ্ধে তোমার মাতুল আমার বক্ষে ভল্ল লক্ষ্য করেছেন তোমার ২ পিতা বুক পেতে নিয়েছেন, সে ঋণ যতদূর পারি পরিশোধ করি, তোমার পিতৃ সম্পত্তি ফিরিয়ে দিতে পারলেম না ; কিন্তু নব অর্জিত ঘোল সহরে তুমি অধিশ্বরী হও, অন্য আশীর্ব্বাদ কি কর্ব্বে, তোমার পিতার ন্যায় তোমার পুত্র হউক । যমু—আর তাশীর্ব্বাদ কষ্ণন যে সুর্য্যবংশীয় রাণার কার্য্যে প্রাণ দীনে পরলোক গমন করে | প্রত—ম তুমি বীরাঙ্গণ ! বীর-প্রসবিণী হও । মা কানুন তুমি তোমার দিদির কাছে থেকে, আশীর্ব্বাদ করি উপযুক্ত স্বামী হউক, উপযুক্ত পুত্র হউক, অধিক তার কি বলবো । (নেপথ্যে—“আনন্দ রহে ! আনন্দ রঃে ” !! ) প্রতা-কেউ ওকে ডাক, দেখ যদি কোন রকমে আনতে পার ; ও আমায় "আনন্দ রহো" শোনায় কেন ? প্রিয়ে ! তোমায় কিছু বলবে না, তোমার সঙ্গে কথা ফুরোবার নয়, তোমার মুখখানি আমার হৃদয়ে ফুরবার নয়, ও মুখখানি তামি রণে বনে অন্তরের অন্তরে দেখেছি, ভোজনে দেখেছি, মুখশয্যায় শয়নে দেখেছি, এখন দেখ চি, প্রিয়ে কথা ফুরোবার নয়। রাণী—নাথ ! এমনি করে চুল কেটে আমায় দাসী কল্পে । প্রভা—প্রিয়ে! তবু জটা মুড়াতে পারলেম ন! আত্মীয় স্বজন আমি যারে যারে দেখিনি আমার সম্মুখ দিয়ে যাও আমি দেখি ; শক্তি নাই কোল দিতে পার্ব্বে না, জনিত হাত থেকে আসি পড়ে গিয়েছে ! ( নেপথ্যে—“আনন্দ রহে !!--তানন্দ রহে৷” !!!) ওপে ডাকতে গিয়েছে ?

  • ,