পাতা:আনন্দ রহো.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७२ ) শ্রুেত-তুই যে শিখিয়ে দিয়েছিলি । প্রতা—যদি আমি তোমায “আনন্দ রছে।" শিখিয়ে থাকি, তুমিও আমায়“আনন্দ রছে " একধর শোনা ও—হায় ! আমি কি দয়া পাত্র । আকবারের দয়ার পাত্র । বাহু তুমি তার উঠবে না । সেই দিন শেলাঘাতে তে পদ অকর্ম্মণ্য ! প্রিয়ে ! এ যাতনাতেও সে যাতন মনে পড়ছে ; কানের কাছে মুখ আনি, কনের কাছে মুখ অনি, জিভ ও বুঝি যায়—ভাই “আনন্দ রহে৷” –প্রিয়ে ! এইবার—— বেতা-ওরে তুই যেই হোম “আনন্দ রহো" ! বলতে বল ; নইলে আমি বলি, “আনন্দ রহে ! আনন্দ রহে৷” !! প্রতা—প্রিয়ে তৃণে বজ্র ভেদ হলো । রাণী—তাই কি এই তৃণের উপর বজ্রাঘাৎ করছে। প্রতা—প্রি—ই—ই–ই—য়ে- য়ে—— বেতা—“আনন্দ রহে৷” ! বলতে বল, বল্লিনে ? সকলে-ও: ! ! ( দীর্ঘ নিশ্বাস ) { বেতা—অসচ্ছ!—“আনন্দ রহে ! আনন্দ রহে|” । ।