পাতা:আনন্দ রহো.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। প্রথম গভর্ণয়ে । দ রবার | -مــجی خپه چم-- (তাক বার, মানসিংহ, নারাণসিংহ, মোগল, ওমরাও, মন্ত্রী ইত্যাদি । ) অক—মহারাজ মান ! আপনার ভুজবলে সুমেৰু হতে কুমেক পর্য্যন্ত আবদ্ধ, আপনার মন্ত্রণ কৌশলে আমি সেই শৃঙ্খল অনায়াসে ধারণ করে আছি, যোগ্য পুরস্কার তামি কি দিব ?—আপনার সারদ-কৌমুদীর ন্যায় বিস্তত গৌরবে সহস্ৰ বদনে উল্লাস ধন্যবাদই আপনার পুরস্কার । এই তরবারি আপনি গ্রন্থণ করুণ, আমি এ তরবারি নিত্য পূজা করি । মন-শিরোপ শিরোধার্য্য! আমার হস্তে এই ভুবন-পূজ্য তরবারি বাদসাহের রিপুর ভয় বৰ্দ্ধন কর্ব্বে সন্দেহ নাই ; রাণী জীবিত থাকলেও সতর্কের সহিত এ অস্ত্রের প্রতি দৃষ্টিপাত করতেন । নারা—শুগাল ! কুলাঙ্গার । স্ববনভূত্য ! যবন শ্যালক ! শুকদেবের নিন্দা ! ( তাসি নিষ্কাসন ) । ( চতুর্দিক হইতে মারাণকে মারিতে তাসি উত্তোলন ) তাক—স্থির হু ও রজপুত, নিদ্রিতের প্রতি অস্ত্রাঘাৎ কি তোমার গুকদেবের শিক্ষা ? মানসিংহ যুদ্ধার্থ প্রস্তুত নয়। নারী—মানসিংহ কুলাঙ্গীর । আক-অস্ত্রপ্রভাবে রঙ্গপুত পরিচয় দিতেও পরাসুখ নন।