পাতা:আনন্দ রহো.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওম—আপনার গুৰু জিবীত নাই নচেৎ হলদিঘাটে— জুক-তানধিকার চর্চায় প্রাণ দণ্ড হবে । রজপুত ! যদি ইচ্ছা হয় আমার বক্ষে তুমি অস্ত্রাঘাৎ কর, রক্ষার্থে একটা অসি ও নিস্কোসিত হবে না । নারী-আমি যোদ্ধা, নরঘাতী নই। ( নেপথ্যে ‘‘অনন্দ রছে !—তানন্দ রহে' ! ! ) আক—তবে আমার সঙ্গে এস ! ( নারাণ ও তাকবারের প্রস্থান ) ২য় ওম—মহারাজ মান ! আপনার ভৃত্য না ? মান-বাদসাহের তো পরিচিত দেখলেম । ১ম-ছি-ওম—আতিথের প্রতি রূঢ় বাক্যও নিষেধ । ( কতিপয় প্রহরী বেষ্ঠিত বেতালের প্রবেশ ) ১ম প্রহ-মহারাজ মান ! গত বৎসর ষে প্রতাপের সৈন্য দিল্লীতে উৎপাত করেছিল এই ছদ্মবেশী “আনন্দ রহে৷” তার মধ্যে একজন | ১ম-মে-ত্তম—প্রহরী তোমরা তো খুব সতর্ক, অনধিকার চর্চা করনি, বিদ্রোহী জেনেও বাদোনি । ২য় প্রহ–রাণ প্রতাপের লোককে বাদসার অজ্ঞায় পীড়ন নিষেধ | ১ম-মে-ত্তম—অনধিকার চর্চা—— মান—এরেও বা খসি মহলে নিয়ে যাবার আজ্ঞা হয় | বেতা—“আনন্দ রহে ! আনন্দ রছো" ! ! (দুইজন রক্ষকের প্রবেশ ) রক্ষ—বাদসার আজ্ঞায় দরবার ভঙ্গ হয় | মন্ত্রী—অচিছ একে এখন গারদে রাখ, পীড়ন করেনা, কি জানি যদি বাদসার পরিচিত হয়। আমি বাদস্যকে সংবাদ পাঠাই পরে যেরূপ অজ্ঞ হয় সেইরূপ হবে । . বেতা—“আনন্দ রছে আনন্দ রছে।” ! ! (সকলের প্রস্থান )