এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ততীয় অঙ্ক। দ্বিতীয় গভর্ণঙ্ক । কক্ষ ।
( আকবর ও নারাণসিং । ) জাক-আপনি যদি অনিচ্ছুক হন,আপনার পরিচয় আমিই দেবে। আপনি মৃত বীরপুৰুষ ঝাল্লার সর্দারের পুত্র, আপাততঃ মানসিংহের দাস এ কথা ভাণ; যমুনা বা লহনীর প্রেমে আবদ্ধ-তাপনার চিত্ত তুমি আপনিই জানন। আমি জানবো কি করে—এক্ষণে বাদস আকবরসার সম্মুখীন, যদি ইচ্ছা করেন বাদসার সহোদরের ন্যায় দক্ষিণ পার্শ্বে বস্তে পারেন । নারা—সে সন্মান প্রার্থী নই, অস্থিা আমার পরিচয় আপনি কিরূপে অবগত হলেন ? আক—যদি ইচ্ছা করেন তে রাণ মৃত্যুকালে যে কথা বলেছেন আমার সংবাদ দাতার নিকট শুনতে পারেন। নারা-যদি অনুগ্রহ করে সংবাদ দাতাকে ডাকান, সে কুলাঙ্গারের মুক্ত আমি একবার দেখতে চাই । (নেপথ্যে—“আনন্দ রহে ! আনন্দ রহো" !! ) আক—ঐ আমার সংবাদ দাতা । নারী—ঐ পাগল তাপনার চর ! আক-তাপনিও আমার একজন চর।