(আকবরের উত্থান ) বেতা—(অংটি দেখাইয়া) এটা কি ভাই? এ কার ভাই ? (অন্য মনে সিংহাসনে পদ উত্তালন ). * তাক –কেন ? এই যে আমি তোমায় দিলুম। - বেতা—ন ভাই ! আমি নেবোন আমার বড় ভাবন হচে, ( আংটি ফেলিয়া দিয়া) আমায় কেউ কিছু বলেন “আনন্দ রহে ! আনন্দ রছে।” ! ! ( প্রস্থান ) ( ঘাতকের প্রবেশ ) ঘাত —যোধা বাইয়ের চরকে মেরে ফেলেছি ! তাক—মোহর কৈ ? ঘাত—জাহাপনা ! (নিম্নে গমন করিতেই ) আমার অপরাধ নাই, আমার অপরাধ নাই । ( একজন অনুচরের প্রবেশ ) অনু—যেস্থান পুড়িয়ে দিতে বলেছিলেন তা দিয়ে এসেছি । (প্রস্থান) ( কোভয়ালের প্রবেশ ) কেতি—এ ঘর জ্বালান অপরাধে কোন কোন বন্দির দোষ সাব্যস্ত হবে ? অক—( পরিচ্ছদ দেখাইয়: ) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ; সংখ্যার সে সময়ে তাদের এই এই পরিচ্ছদ ছিল যেন সব্যস্ত হয়। - ( কেতিয়ালের প্রস্থান ) ( বেতালের প্রবেশ ) বেতী—“আনন্দ রহে ! আনন্দ রহো” ! ! ( মোহর দেখাইয়া ) এট। কার বলতে পারিস্ ? আক—ও তামার, দাও তুমি, এ পেলে কোথায় ? বেম্ভ-রাস্তায় একজন শুয়েছিল গাঁজ খেতে পায়নি আমি গর্ণজটী সেজে “আনন্দ রহো" বলে তার কাছে গেলুম তার উঠে দৌড়। দেখি, সে এইটে চেপে শুয়েছিল।
পাতা:আনন্দ রহো.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।