চতুর্থ অঙ্ক । প্রথম গভর্ণন্ধ । কারাগার } (ছুইজন প্রহরী, ও কারাগার মধ্যে নারাণসিংহ । ) ১ম প্রছ—ভাই, মিছি মিছি কেন রাত জাগ বি, তুই ও ঘুমুগে আমিও ঘুমুইগে, সাত তল যাটীর নিচে কয়েদখান তার ভিতর থেকে কি মানুষ বেকতে পারে । ২য় প্রছ--রাতও দুপুর বেজে গিয়েছে, শুইগে । ১ম প্রহ--সেই ভাল । ( নেপথ্যে—“আনন্দ রছে –আনন্দ রছে।” !!) ২য় প্রহ–ভাই ! ও কি শব্দ হলে ? ১ম প্রছ—কোন কয়েদখানায় কে না খেয়ে শুকিয়ে মরছে । ২য় প্রছ—খাবার জন্য তত নয়, জলের জন্য যে করে রে দেখতে ভারি তামাস ;–বলে দে দে এক ফোট দেরে, আমার ষে ভাই হাসি পায় । *১ম প্রহ-ওর চেয়ে আবার ঢের ঢের মজা আছে রে ; পেরেকে শেয়া, মাতায় ফেঁটী ফেঁটী করে জল,—চল শুইগে । ২য় প্রছ—তামাস গুল জেলের ভেতর হয় বলে, তা নইলে এক জন কয়েদির চিৎকারে সহরপুরে যেতে | ১ম প্রস্থ-বলিস কি সামান্য মজা, নিচে তাগুন রেখে ওপরে তাত দে ওয়া | * ( উভয়ের প্রস্থান )
পাতা:আনন্দ রহো.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।