এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
(নেপথ্যে ২য় প্রহরী—একবার দেখে এসে যুমুনে যাবে এখন । ) . ( দুইজন প্রহরীর প্রবেশ ) - ১ম প্রহ–ওরে চাবি কোথা গেল ? ২য় প্রহ—ওরে দেণর খোলা : ১ম প্রহ –ওরে স্কুবেট যে ! (নারাণ—অসি লইয়। একজনকে আঘাৎ ও অপর চীৎকার করিতে? প্রস্থান ; আর আর সকল প্রহরী জাগ্রত ) যমু—ছ পরমেশ্বর ! এতেও কি বিমুখ হলে ! (অপর দিক দিয়া বেতাল মুখ বাড়াইয়। ) বেতা—“আনন্দ রহে ! আনন্দ রহে৷” ! ! ওরে তোর অস্িিব, তায় । যমু—লহরিমোহন, শীঘ্র এস, স্বয়ং পরমেশ্বর দোর খুলে দিয়েছেন । ( সকলের প্রস্থান ) ( প্রহরীদিগের প্রবেশ ) ২য় প্রছ—ওরে কোথা গেল, ফুস মস্ত্রে উড়ে গেল নাকি ? ৩য় প্রহ–শালা ঘুমুবে না, ওরে জেন্ত পুতে ফেলবে । ৪র্থ প্রহ—ওরে এখানে গোল করে কি হবে । নায়েবের কাছে চল, এ বেটাকেও নিয়ে চল । (সকলের প্রস্থান )