পাতা:আনন্দ রহো.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেলিমের সঙ্গে লহনার বিবাহ দিন, যবনী হোক তযু দ্বিচারিণী হবেন । মান—তাতে আর এক ফল, লহন সেলিমের বেগম হলে বাদসার অনেক সংবাদ পাওয়া যাবে। নারা—মহাশয় ! ক্ষম করবেন । যদি রাজপুতানায় অণুগু-বিচ্ছেদ না হতো, দিল্লী হতে ষবন দূরীকৃত কৰ্বার নিমিত্ত সেলিমকে কন্য দিতে হতোন ; গুৰুদেব ভারতবর্ষের এই দুরাবস্থা দূর কর্বার জন্য আজীবন জটাভার বহন করেছেন, বীরদেহে সহস্ৰ অস্ত্রলেখ ধারণ করেছিলেন ; গিরিশিরে, উপত্যকায়, অধিত্যকায়, গহন বনে বন্যের ন্যায় ভ্রমণ করেছেন, অরি-শোনিতে রাজপুতানার প্রতি মৃত্তিকাখও কর্দমিত করেছেন। মান-লহরিমোহন অধিক তিরস্কার বাহুল্য, আবার কবে দেখা হবে ? প্রায় রজনী প্রভাত হয় | নারা—কল্য কালি-মন্দিরে দেখা হবে তে কথা হলো । মান-কালি-মন্দিরেই, তাই জিজ্ঞাস কচি ; - নারা—মহাশয় । উতল হবেন ন সকল কথা স্মরণ রাখবেন, আকবারের অতি স্বক্ষ দৃষ্টি, আকবারের চর এখানে থাকাও অসম্ভব নয় | ( মারাণের প্রস্থান ) ( বেতালের প্রবেশ ) বেতা-“আনন্দ রহে ! আনন্দ রছে।” ! ! ওরে সে কোথা গেল রে ? মান—তুমি ছেথ কেন ? বেতা—বারণ করে দিয়েছে তোকে বলি তার কি । বলনা কোথা । গেল ? মান-কে ? বেতা—সেই দুটো ছোড়া । সে বড় মজা, বড় ছেড়ে অন্ধকার ঘরে