পাতা:আনন্দ রহো.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লহু—নাথ ! আমি তোমার । সেলি-লহন! আবার বল । লহ-আমি তোমার । সেলি—তবে এখন বিদায় হই, বাদসহর নিকট সভায় যেতে হবে । (স্বগত) সকালটা কিছু আমোদ হলো না । ( সেলিমের প্রস্থান ) লহ—আমার এমনি কপালটা খারাপ, বুদ্ধি করে করে এনে ঠিকটা করি আর কোথায় যায় । কলিকালে কি দেবতা তাছে, কালীর পারে জবা দাও মনস্কামনা সিদ্ধ হবে ; মাগো ! কি বিভীষিক মূর্ত্তী ! পূজা কর্ত্তে ভয় করে। কোথায় বেগম হব মনে কচ্ছিলেম, নারগণকে মন্ত্রী কত্তেম, সেলিম এসে এক কাল কল্লে,--বুড়ে বাদমাছকে উঠ বোস করাতেম, অচিছা—আজি যদি বাদস মরে কাল তো সেলিম বাদস হবে, দাড়াও—এ কথা এখানে ভাববো না ; নিরিবিলি ঘরে দেীর দিয়ে ভাবতে হবে, বাদসার খাবার তদারক কর্তে হবে,—নারাণকে নেবোই নেবে । এত করে না পাই ইদারার ভিতর পুরে মুখ গেড়ে দিব । ( নেপথ্যে— ‘‘আনন্দ রহে ! আনন্দ রহো’ ! ! ) এ বেটাকে তে আগে শূলে দেব, যমুনা বলেন তোমার ভয় দেখে বাচিনে, অী: নেকি লে! ! নারাণকে তার এক রকম করে যব্দ কর্ব্বে, যমুনা তে আমাদের বাড়ীতে, বাদসার সঙ্গে যে কাজ কর্ত্তে হবে একবার ঘরে পরক করা ভাল (দর্পণে মুখ দেখিয়া) মৃদু মুখখানিতে কি হতো, বুদ্ধি না থাকলে (নেপথ্যে—“আনন্দ রছে ! আনন্দ রছে।” !! মিন্সে মরেন গ], এখন যাই । ( প্রস্থান ) ( বেতালের প্রবেশ ) - বেতা-ওম। কেউ নেই যে গো, ‘আনন্দ রছে ! আনন্দ রছো" ! !