পাতা:আনন্দ রহো.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘটুলো, আমার সন্দেহ হচ্ছে কোন যাদু-কর ; নচেৎ অস্ত্রধারীর অস্ত্র পড়ে যায়, যেখানে খুন বলাৎকার সেইখনেই উপস্থিত। এ কোন রাজপুতের চর সন্দেহ নাই, যিনি হোন,— আজি পঞ্চভু প্রাপ্ত ছবেন । ( দুইজন সৈলিকের প্রবেশ ) অতি সতর্ক পূর্বক পাহারায় নিযুক্ত থাক, ষে আসুক বা ষে যাক তার প্রাণ বিনাশ কর । যদি কেউ লুক্কাইতভাবে এ ঝোপে ঝাপে অবস্থান করে তাকেও বিনাশ কর, স্ত্রীলোককে কিছু বলেন । (সৈনিকদিগের প্রস্থান ) (লহনার প্রবেশ ) লহনা ! এতদিন তোমায় চিনেও চিনিনি আমি মূঢ়, তোমার সেলিমের সহিত বিবাহ হবে মাত্র কিন্তু তোমায় নিয়ে আমি মরকত-কুঞ্জে থাকবে, কিন্তু হয় ! তোমার পিতা জীবিত থাকতে তো নিশ্চিন্ত হতে পার্ব্বে না ; দেখ যদি তাজ কোন কৌশলে তঁকে এইদিকে নিয়ে আসতে পার। লছ—কি বলবো ? আক—তুমি কৌশলময়ী প্রতিমা তোমায় আমি কি শিখৰ, তামি স্বয়ং কৌশল করে তিনবার বিফল হয়েছি। লছ—এবার সফল হবে তার নিশ্চয় কি ? অকে—এবার তুমি আমার সহায় আর কারে ভয় করি । লহ–তিনবার বিফল হলে কেন ? আক-আমার দুর্ব্বদ্ধি,“আনন্দ রছে।" তোমার পিতার চর তা বুঝতে পারিনি । লছ—মিনসেকে মেরে ফেলনা, আমার বড় ভয় করে । অক—অবশ্যই চর--ভয় করেই বটে,আমি স্বয়ং অস্ত্র ধরে মানসিংহরে