প্রতীক্ষায় দাড়িয়ে, “আনন্দ রছে।" সামনে এলে। অস্ত্র পড়ে গেল, পাচকের হাত থেকে বিষপাত্র পড়ে গেল, মহম্মদের অব্যর্থ সন্ধান বিফল হলো, কিন্তু আজ নিস্তার নাই। ( দুইজন সৈনিকের প্রবেশ ) কি প্রহরী ! কাকে ও পেলে ? ১ম সৈ—জাহাপন । জনপ্রাণী ও নাই । তাক – অবশ্য আছে, তোমরা আমার চক্ষে দেখবে এস, অকর্ম্মন্য ! ( আকবারের সহিত সৈনিকদের প্রস্থান ) লহু—(স্বগত) বুড় বানর ! তুমি মনে করেছ আমি তোমায় ভালবাসি, ভালবাস ত্যাগুনে ঢেলে দিই না । আজ তামাদের দুজনের কৌশলে মানসিংহ, তারপর তামার কৌশলে তুমি, তারপর সেলিম । নারাণ ! নারাণ আমার না হয় গুলের আগুনে ছেক দে মার্বে, যেমন জ্বলছি তার শোধ তুলবো । বাবাকে ভুলিয়ে এ পথ দিয়ে আনতে পার্বে না ? ( প্রস্থান ) ( দুইজন সৈনিকের প্রবেশ ) ১ম সৈ–ওরে বাদস খেপেছে নাকি, এদিকে বাদসার মহল এ দিকে মানসিংহের মহল মাঝে বাগান, এ পথে দুশমন কেথেকে অ{সবে । - ২য় সৈ—তার য| বলিস ভাই কোমরট লাথিয়ে ভেঙ্গে দিয়েছে। ১ম সৈ—আর আমার চড়টা বুঝি যেমন তেমন । ২য় সৈ-আরে নে চড় রাখ, তাবার যদি এসে দেখে দুজনে কথা কর্চি তে খুন কর্ব্বে, তুই ও পাশে টওলা আমি এ পাশে টওলাই । আরে কোন শালারে, শালার জন্য লাথি খাই । ( গাছে তলোয়ারের এক কোপ ) ১ম সৈ—ওরে আমার ও দাত গিয়েছে—আমিও ঘোরাই, আমি ও ঘোরাই । ( তলোয়ার ঘোরাম )
পাতা:আনন্দ রহো.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।