বার সদ| চৈতন্য সময় সুযোগ তার দাস, ধন্য সাহস আমার মতের বিৰুদ্ধে খসরু রাজা, নির্ব্বোধ ! তোমার লাভ—আকবার স্থাপিত সিংহাসনে যবন রাজা হিন্দু রাজ নয়, কিন্তু তথাপি খসরু রাজ নয় । মন্ত্রী সম্ভব হিন্দুর বশীভূত হতে পারে, মন্ত্রী ! যে শৃঙ্খলে সুমেৰু হইতে কুমেৰু পর্য্যন্ত বন্ধন করেছি, এ ভারত সিংহাসনে যতদিন আমার মতাবলম্বী রাজ বসবে, তাদের হিন্দু হতে কোন তাiশঙ্কা নাই । তার বিবেচনা করে যে তার শাস্ত্রৰিৎ কিন্তু তারা জানেন বশীভূত বলে বা ছলে একই কথা। আঃ ধিক ; এই অমর চৈতন্য, রাজনৈতিক উপদেশে সময় অতিবস্থিত কঢ়ি । ( কাগচ পাঠ ) মন্ত্রী-(স্বগত) একার বুদ্ধির সর্বদা চেতন অবস্থা থাকে না, তাকবার । এ উপদেশ তোমার আবশ্যক ৷ থসর রাজা হোক বা ম৷ হোক বিষ প্রদানে মানসিংহের প্রাণ বধ হবে না । তাক-মন্ত্রী ! নারাণসিং কোন কারাগারে ? মন্ত্রী-ছয় সংখ্যার কারাগারে । আক -এইবার কোন “আনন্দ রহো’ ! তোমার কারামুক্ত করে দেখবো । কিন্তু সে ছোকরাকে কিছুতে অনুসন্ধানে ঠাওর পেলাম না ; হকিম বিশ্বাসী তুমি জান ? মন্ত্রী—তাঁর সন্দেহ কি ? ঐ হকিম আসছে । তাক--তবে তুমি এখন যা ও । ( মন্ত্রীর প্রস্থান ) যাক রাজপুতানার ভয় এক রকম গেল,—দুই তিনটেযুদ্ধ মাত্র, সেলিমই কৰুগ বা তামিই করি । - ( নেপথ্যে “আনন্দ রহে ! আনন্দ রছে।" ! ! ) অকে—কি ভ্রম । এখানে শুনলুম যে “আনন্দ রহে ! আন দ রহে৷" বলছে ; এতদিনে সে রব ফুরিয়েছে—গারদে কতদিন চলে ।
পাতা:আনন্দ রহো.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।