( ७8 ) দে গেলে, নাক মুখ টিপে পেটের ভেতর করে যাই । “আনন্দ রছে" বলে চোক বুজে চলি, কি করি কি জানি বাপু যদি চোক দিয়ে “আনন্দ রছো" ! বেরিয়ে যায়, “আনন্দ রছে ! আনন্দ রহে৷” ! ! আক—(মাথা তুলিয়া) দেও ! দেও ! (পুনর্ব্বার মূছ" ) বেত—তাচছ আমি করি কি ? পাগল বেটার ভয় পায় বলে আমি য র এই পোষাকট। পরেছি । আমি যাই, সে আবার নাইতে গেছে—আরে যাবোই এখন, না হয় খানিক ন্যাং টে। থাকবে—এখন না, এর জাগলে ভয় পাবে, “তানন্দ রহে।" টিপে ষাই । ( প্রস্থান ) ১ম প্রহ–ওরে কোথা গেল ! অ্যা কোথা গেল । ২য় প্রহ–অ’্য পাল লে । ( নেপথ্যে “আনন্দ রহে ! আনন্দ রছে|” ! ! ) আক—নিশ্চয় যাদুকর, ও হেথায় এল কি করে ? সুম প্রহ—জাহাপনা ! হকিমকে আমি চিনতেম না, হুকিমের ঘরেতে ও পেছন ফিরে বসে ছিল, আমরা আপনার শিক্ষ মত বল্লেম “আকন্দ ভয়” ও বলে “ সাক্ষ দ ভয়" অমর ইঙ্গিত কল্যেম ও সঙ্গে চলে এলো, জাহাপনা ! এই ভ্রমে একার্য্য হয়েছে, নচেৎ এ নিভৃত স্থানে, অপরকে অমিতে সাহসী হতেম না । ২য় প্রহ—জস্থাপনার যেরূপ অনুমতি হয় । তাক-তাকে ধরলিনি কেন ? ১ম প্রছ—আমরা উভয়ে উভয়ের অস্ত্রাঘাতে মূছৰ্শগত । আক—গুপ্ত-চর, যাদুকর নয়—কারোই প্রত্যয় নাই, সকল বেটাই “আনন্দ রহে|” । ( নেপথ্যে—“আনন্দ রহে ! আনন্দ রহো" ! ! আক—চল শীঘ্র তাকে ধরিগে । (সকলের প্রস্থান )
পাতা:আনন্দ রহো.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।