( ७१ ) / কানু--সকলে ঠাট্ট করে বলে নিয়ে আসিনি । ষমু—আশ্চর্য্য ! ঝরে পড়ে গেল ন গ, শুকনে ফুল এতদিন থাকে ড৷ আমি জানিনি । 牵 (কানুন ও যমুনার প্রস্থান ) মন্ত্রী-ভাল, আপনার কন্যার চিকিৎসা করেন না কেন ? মান-সময়ে সময়ে ওর মুখ দিয়ে এমন কথা বেরোয়, যে সে চিকিৎসকেরও শোনা উচিৎ নয় ;–তাতে আমাদের মন্ত্রণ সিদ্ধির ব্যাঘাৎ জন্মাতে পারে । লহ—কেও বাবা । আমি জানতুম মা কাটবে—ঙ্গমায় ডেকে দিতে বলে ছিল—আমি কি জানি, আমায় কেটে না, কেটেন, কেটেন । মন্ত্রী—বাদস তে এই ঔষধ দিতে বলেছেন, আকারণ প্রাণ বধ কি অবশ্যক । মান-অপনি নিশ্চিন্ত থাকুন আমায় দিন, এতে প্রাণনাশ হবে না, আকবারের বিষে একদিনে মৃত্যু হয় না, তিনি সতর্ক লোকে পাছে বিষ প্রয়োগ আশঙ্ক করে । মন্ত্রী—দেখুন আপনি পিতা, আপনার যেরূপ বিধি হয় কর্ব্বেন, ( ঔষধ প্রদান ) কাল সরবতের সঙ্গে আপনাকে বিষ প্রয়োগ হবে এই সে বিষ, আমি পাচককে দিতে চল্যেম এখন বুঝুন তামি খসরুর পক্ষ কি না ? মান-মশাইকে তে কখন অবিশ্বাস করিনি । মন্ত্রী—ভাল কৰুন বা না কৰুন আমি চল্যেম, দেখবেন স্ত্রীহত্যাট। লা হয় । . (প্রস্থাম ) মান—এও আকবারের ছলনা হতে পারে, তা আমিও অসতর্ক নই, কিন্তু সতর্কতার চেয়ে অস্তরের আগুন আর নাই ; এই যে সুন্দর পবন হিল্লোল অন্যকে শীতল করে কিন্তু আমার বোধ হয় যেন আমার বিৰুদ্ধে কে পরামর্শ কচে, কুঞ্জে কুঞ্জে যেন অস্ত্রধারী
পাতা:আনন্দ রহো.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।