পাতা:আনন্দ রহো.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ११ ) ঘোর তা ধীরে ভয় বা করে, ডাকবো শ্যাম অভয়ারে, ওমবঙ্গে যাবে চলে, মা’বলে মা প্রাণ জুড়াবো । নারা—“আনন্দ রহে ! তানন্দ রহো" বলে, আনন্দের সীমা নাই, শুকদেব ঘোড়া চড়িয়ে নিয়ে যাচেন ; যাচি--একটু কছিল তাছি, গুৰুদেব হাসছেন, ভাল কথা “আনন্দ রহে ! আনন্দ রহে|” ! ! বেতা—এই যে, “আনন্দ রহে ! আনন্দ রহে|” ! ! (কানুনের প্রবেশ ) —ঙ্কানু--দিদি ! তুমি এইখানে বসে গান কচে তামি ছিটি খুজিfচ, মটক মেরে পড়ে থাকলে হবেনা, ফুল পত্তে হবে ; উঠলে না তবে নমো নমো করে সর্বশরীরে দিই ( ফুল দেওয়া ও বিদ্যুৎ দ্বীপ্তি ) একি লহরীমোছন । নারা-ই কানুন । যমু—কানুন ! বিদায় বেতা—“আনন্দ রহে ! আনন্দ রহে|” ! ! কানু-একি “আনন্দ রহো" ? বেতা—দূর কর, আমার গাজীর কলকে ফেলে দিই, তুমি ওদিকে দেখ ন} { কানু—(অন্যমনে ফুল ফেলিয়া দেওয়া ) বেতা–তুমিও ফুল ফেলেছ, ওদিকে কি দেখছো, দেখতে গেলে অনেক দেখতে হবে । বল “আনন্দ রহে ! তানন্দ রহে|” !! উভয়ে—“আনন্দ রহে ! আনন্দ রহো” !! ঘবনিক পতন । హౌస్హోప్గా