পাতা:আনবারশোহেলি.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । >\నిమ দমনক জিজ্ঞাসা করিল সঞ্জীবকে । একাথা হতে অtইলে তমি বলহ আমাকে । এস্থানে তোমার আসিবার ও স্থিতি করিবার কারণ .কি P শষ্ট্ৰীবক আত্ম বিবরণ যথার্থ কাপে প্রকাশ করিলেক । দমনক শঞ্জীবকের ভাবৎ বৃত্তান্ত অবগত হইয়। কহিলেক,যে এ কাননাধিপতি পশুরাজ তাহার নিকট তোমাকে লইয়। যাইতে অdমাকে প্রেরণ করিয়াছেন, জার তিনি কহিয়াছেন, যে যদ্যপি তুমি শ্রবণ মাত্রেই আমার সহিত তথায় গমন কর, তলে তোমার এ পর্যন্ত তথায় আগমন জন্য, যে অপরাধ তাe1 তিনি ক্ষমিবেন, কিন্তু যদি বিলম্ব করছি তবে আমি অতি শীঘ্র তথায় গমন পূর্বক তোমার তাবৎ বৃত্তান্ত মহারাজকে জ্ঞাত করাইব । শঙ্কুীবক পশু-রান্সের নাম শুনিব। মাত্র ভীতু হইয়া কহিলেক, যে যদি তুমি আমার সহকারী হইয়। আমার অপরাধের দণ্ড হইতে আমাকে মুক্ত করছ, তবে আমি তোমীর সহিত গমন করিতে সক্ষম হই, ও ভোমার সঙ্গ উপলক্ষ করিয়৷ তাহার, শ্রীচরণ সন্দর্শন করি । দমনক তাহার হৃদগত যাহাতে হয়, একপ শপথ করণ পূর্বক উভয়ে গমন । করিলেক । • পরে দমনক কিঞ্চিৎ অগ্র হইয়। শঞ্চীৰকের আগমন সংবাদ পশু-রাজের নিকট প্রদান করিলেক,কিঞ্চিৎ, বিলম্বে শঙ্গাবক তথায় উপস্থিত হইয়। রাজনীতানুসারে প্রণাম করিলেক । অনন্তর পশু-রাজ