পাতা:আনবারশোহেলি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>をB আনবারশোহেলি । পুরস্কার করিয়া কষ্টিয়াছেন পর্ব্বভোপরি গুছং "কুরুত ইহারাও তদনুমতানুসারে প্রস্তুত করিয়াছে ইহারদিগের এক রাজ। আছে তা হার নাম ইয়াশুৰ ও তাহার অক্িেত দলস্থ সর্ব্বাপেক্ষ। বড় তাহার শাসনেতে তা ছারা নত শির হইয়াছে ইহার যে সিংহাসন সে চতুষ্কোণ এবং মোম দ্বার। নির্ম্মিত তদুপরি তিনি উপবিষ্ট আছেন আর ইহার মন্ত্রী ও প্রহরী ও ভূত্য এবং সৈন্য ইহার। স্বং কর্ম্মে নিযুক্ত আছে ইহারদিগের বুদ্ধির তালুত। এপর্যন্ত যে ইহার। বাসের কারণ ঐ রাজার সিংহাসনের চতুর্দ্দিষ্ণু মোম দ্বার ষটকোণ নির্ম্মাণ করিয়াছে এই প্রকার গৃহ মহেন্দেশান অথর্ণখ পাশাস্তুের পরিমাণ বিদ্যাজের। তদুপকারি অস্ত্রাদি ব্যতিরেকে কদাচ নির্ম্মাণ করিতে শক্ত হয়েন না। গৃহ প্রস্তুত হইলে রাজার অtডানুসারে যখন তাহ হইতে নিঃসৃত হয় তখন ঐ রাজ। তাহারদিগকে এই স্বীকার করান যে তোমারদিগের শরীরে উত্তম গুণ আছে এ কারণ তোমরা কোন জুমেধ্যাদির উপর বসিয়। তোমারদের পরিচ্ছদকে অপরিস্কার করিওন। একারণ ইছার সুবলিত পুঞ্চপ কলিকা ও তাহার শাখা ব্যতিরেকে অন্যস্থানে কখন উপবেশন করে ন৷ আর ঐ সকল কলিক ও পত্র হইতে যে সকল মধুপান করে তাহ অতিশীঘ্র লালের ন্যায় হইয়। মধু উৎপন্ন হয় চিকিৎসক দিগের ঔষধাগারে তাছার প্রশংস৷