পাতা:আনবারশোহেলি.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ミa> ইচ্ছুক হইয়tছ? যদি আমার গীত শ্রবণের জন্যে আমাকে বদ্ধ করিয়। থাক তবে আমার বাসাতে। তোমারি উদ্যানে আছে, আর প্রত্যহ প্রাতঃকালে আমার যে আমোদাগার সেও তোমারি পুষপ কাননে, আর যদি অন্য কোন অভিপ্রায় থাকে তবে তাহ। আমাকে জানাও । বৃদ্ধ কৃষক কহিলেক । শুনছে ঈশ্বর মোরে কত দুঃখ দিৰে । শক্র মুখ মোরে কত দিন দেখাইবে । হে ঈশ্বর তার মুখ কবে আচ্ছাদিবে। *'. শুন হে পরদ। তুমি কবে বা পড়িবে। ... • কিছু জান আমার সময়ের সঙ্গে কি করিয়াছ ? আর কোমল,বন্ধর বিচ্ছেদে কএক বার আমাকে দুঃখ দিয়াছ । সেই অপরাধের দণ্ডের পরীবর্ত্তে এই হইতে পারে যে-তুমি আপিন বন্ধ, ও স্থান হইতে নিরাশ হইয়। থাকিলে, আর কৌতুক দশন হইতে অন্তর হইয়। কারাগার কাপ নিভৃত স্থানে ক্রন্দন করিতেছ, আরি আমিওঁ বিচ্ছেদের বেদনায় কাতর শহইয়। চিন্তাৰূপ কুটীরে ক্রন্দন করিতেছি । শুন ছে বুল২ তবে করহকেন্দন। " মোর সঙ্গে ৰদ্ধতায় যদি হয়-মন ৷ বুলবুল কছিল ইহাতে ক্ষান্ত হও, আর চিন্তাক্ষর যে আনি একটা ফুলৰুে বিরক্ত করিয়া তদপরাধে ৰদ্ধি