পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8v আবকীরস হাণ্ডবুক । ৩২। ১০ পরিচ্ছেদ লিখিত অবধারিত মাহুল প্রথার সমস্ত নিয়মে গাজ খুচরা বিক্রয় চলিবে। ইহার লাইসেন্স বোর্ডের ধার্য্যমত নিলাম ডাকে বা অবধারিত মামুলে দেওয়া হইয়া থাকে । বোঃ ৫২ ~ ৩২ । হোলসেল বিক্রেতার গোলা হইতে গাজা লইবার পূর্ব্বে খুচরা বিক্রেতাকে মাস্থল দিতে হইবে । মাসুলের হার বোর্ড কর্তৃক ধার্য্য হইবে। যদি কোন খুচরা বিক্রেতা ভিন্ন জেলার হোলসেল বিক্রেতার গোল হইতে গাজা কিনিতেছেন তাহা হইলে তাহাকে যে জেলায় গাজ খুচরণ বিক্রয় করিবেন সেই জেলার পাস লইবার সময় মাসুল দিতে হইবে । মহকুমা হইলে Tমহকুমাই মাসুল দিতে হইবে । বোঃ ৫৩ - ৩৩ । গাজার গোলা হইতে খুচরা বিক্রয়ের দোকানে লইয়। যাইবার জন্তও পাস প্রয়োজন । গাজা লইবার সময় এ পাস লইতে হুইবেP বোঃ ৫৪ ৷ ৩৪। জমিদার, ইজারদার, এবং অন্যান্য সকলে যদি কোন রূপে লাইসেন্স ব্যতীত গাজ নিজ এলাকার মধ্যে রাখিতে বা বিক্রয় করিতে দেন তাহা হইলে ১৮৭৮ খৃষ্টাব্দের ৭ আইনের ৬৫ ধারা মত দণ্ডনীয় হইবেন । বোঃ ৬০