পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারস্ হ্যাণ্ডবুক । ○(" প্র স্থত অন্ত মাদকদ্রব্য প্রত্যেক অশ্বের জন্য ১০ তোল পর্য্যস্ত স্থাখিতে পরিবেম । (জ ) ভারতবর্ষের সীমার বহিভূত ভিন্ন দেশের পথিক ল; দর্শক আপনাদিগের এবং আপনাদিগের ভূত্যদিগের ব্যবহারের জন্য ঐ সকল ভিন্ন দেশোৎপন্ন আফিম বা তদপ্রস্তুৰ মাদকদ্রব্য র্তাহার দলস্থ প্রত্যেকে আফ্লিম ৫ ভোলা হিসাবে ও অন্য মাদকদ্রব্য ২ সের পর্য্যন্ত সঙ্গে রাখিতে পরিবেন। কিন্তু বিক্রয় বা বিনিময় করিতে পাইবেন না । ( বা ) এক স্থান হইতে অন্য স্থানে চালানের সময় আফিম, অন্যান্য মাদকদ্রব্য বা ঢেড়ি এই সকল বিধি অনুসলর পাস করা থাকিলে তখন এক ব্যক্তির নিকট ৫ তোলাৰ অধিক ব। পাস লিখিতমত থাকিতে পরিবে । ( এ ) ১৮৫৭ খৃষ্টাব্দের ১৩ আইন অনুসারে লাইসেন্স প্রাপ্ত কৃষক পোস্তের প্রথম চাষ হইতে অফিম গবর্ণমেণ্টেব এজেটের হস্তে প্রদান পর্য্যন্ত ঢ়ে ড়ী ও নুতন বহিষ্ক ত অফিম নিজ লাইসেন্স লিখিত পরিমাণে নিকটে রাখিতে পরিবে । (ট) যে কোন ব্যক্তি /৫ সের টেড়ি নিকটে রাখিতে পারেন । লাইসেন্স প্রাপ্ত চিকিৎসক দশসের চে ডি রাখিতে পারেন । ইজারদার এবং লাইসেন্স প্রাপ্ত ভেণ্ডার যে কোন পৰিমাণ টেড়ি রাখিতে পারে।