পাতা:আমার জীবন.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাক জীবন ** এই ভারতবর্ষে আসিয়া আমি ৮৮ বৎসর বাস করিলাম। জগদীশ্বর আমার এক জন্মেই বিলক্ষণ তিন জন্মের ভার বহন করিতে দিয়াছেন । এ কথাটি আমার বহু ভাগ্যের বিষয় বলিতে হইবে । সেই পরম পিতা বিশ্বব্যাপী বিশ্বপালক মৃষ্টি-স্থিতি প্রলয়কর্তার মনোহর দর্শন প্রতীক্ষাতে এই হতভাগ্য নরাধম রাসমুন্দরীর প্রতি সদয় হইয়া ৮৮ বৎসর কাল নিরাপদে জীবিত রাখিয়াছেন । হে নাথ দয়াময়! ধন্ত, ধন্ত, তোমার ঠাকুরালী, ধন্ত তোমার নামামৃত আমার শ্রবণে প্রবিষ্ট হইয়া আমার মানবদেহ সফল হইল। আমি কৃতার্থ হইলাম । এই ভারতবর্ষে আসিয়া আমি এত দীর্ঘকাল পর্যন্ত জীবন যাপন করিলাম। এখনও আমি আছি, এতকাল এখানে বসিয়া আমি কি কাজ করিয়া সময় নষ্ট করিয়াছি । ওরে আমার মন! তুমি আমাকে একেবারে ভবকূপে ডুবাইরা রেখেছ । ওরে আমার মন, তোমার কি এই কাজ ? মন, আমার সর্বস্বধন তোমার হস্তে সমপিত রহিয়াছে । মনরে, তোমার ভাবভঙ্গী দেখিয়া আমার হৃৎকম্প হইতেছে । মনরে, এই রত্বপূর্ণ ভারতবর্ষ, এই ভারতবর্ষে কত অমূল্য রত্বের খনি রহিয়াছে। কত শত দরিদ্র আসিয়া এই ধন যৎকিঞ্চিৎ সঞ্চিত করিয়া মহাজন হইয়া বসিয়াছে। আমি নরাধম মায়ার দাস হইয়া বিষয় গর্তে পড়িয়া আছি । হায়রে হায়, আমার মানব জন্ম বৃথ। গেল । মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, সে দুর্লভ মানবদেহ পাইয়া রাধাকৃষ্ণের চরণারবিন্দ না ভজিয়া মন, তুমি এই মাকাল ফলে ভুলে রহিয়াছ। আমার জীবনের নিশি শেষ হইয়াছে, আর সময় নাই । हिर्डीग्न ब्रक्रम প্রভু জনাৰ্দন, শ্রীমধুসুদন, বিপদভঞ্জন হরি । করুণাসিন্ধু, জনাখ বন্ধু, এ ভৰ সাগরে তরি । खैौरुम-१