পাতা:আমার জীবন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांभांझ छौवन अञ्चाङनांछब्रड বন্দে সরস্বতী মাতা, তুমি বল বুদ্ধিদাতা, গন্ধৰ্ব কিন্নর তব বাধা । সদয় হইয়া মনে, বৈস মম হৃদাসনে, প্রণfমব পদে যথাসাধ্য ৷ অবোধ অবলা কন্যা, নিজগুণে কর ধন্তা, যাতে মম পূরে অভিলাষ । এই আশা করি মনে, তব প্রিয়পতি সনে, আমার কণ্ঠেতে কর বাস ॥ প্রথম রচনা জীবন-চরিত কোথা বাঞ্ছাকল্পতরু প্রভু বিশ্বেশ্বর । হৃদয়ে বসিয়া মম বাঞ্ছা পূর্ণ কর। অজ্ঞান অধম আমি তাহে নারী ছার । তব গুণ বণিবারে কি শক্তি আমার ॥ তবু তব কীর্তন করিতে সাধ মনে । রাসমুন্দরীকে দয়া কর নিজগুণে ॥ ১২১৬ সালে চৈত্র মাসে আমার জন্ম হয়, আর এই ১৩০৩ সালে আমার বয়ঃক্রম ৮৮ বৎসর হইল। আমি ভারতবর্ষে আসিয়া এত দীর্ঘকাল যাপন করিলাম । আমার এই শরীর, এই মন, এই জীবনই কয়েক প্রকার হইল । আমার শরীরের অবস্থা, মনের ভাব, কোন সময়ে কি প্রকার ছিল, এবং কোন অবস্থায় কত দিবস গত হইয়াছে, সে সমুদয় আমার স্মরণ নাই । বৎকিঞ্চিৎ যাহা আমার মনে আছে, তাহাই লিখিতেছি : घैरुन-s