পাতা:আমার জীবন.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন X (t করিতেন, আর আমার কাছে বসিয়া কাদিতেন । আর বলিতেন, আমার মরণ হইলেই বাচি, আমি আর কাজ করিতে পারি না । খুড়ীমার ঐ সকল খেদোক্তি শুনিয়া আমার মনে ভারি কষ্ট হইত । তখন আমি কোন কাজ করিতে জানি না, তথাপি খুড়ীমার কষ্ট দেখিয়া আমার অত্যন্ত কষ্ট বোধ হইত। এক দিবস আমি বলিলাম, তুমি বসিয়া থাক, আমি কাজ করি । তিনি বলিলেন, তুমি কি কাজ করিতে পার । আমি বলিলাম, আমাকে বলিয়া দিলে আমি সকল কাজই করিতে পারি । তিনি বলিলেন, তোমাকে তো কোন কাজ করিতে দেখিনে, তুমি কি কাজ জান, বিশেষ তোমাকে কাজ করিতে কেহ দেখিলে আমাকে গালি দিবে। তখন আমি বলিলাম, তুমি কাহারও নিকট বলিও না, আমাকে বলিয়া দাও, আমি কাজ করি । তখন তিনি বলিয়া দিতে লাগিলেন, আমি আহলাদে নাচিয়া নাচিয়৷ সকল কাজ করিতে লাগিলাম । এই প্রকার করিয়া আমি ক্রমে ক্রমে ঐ খুড়ীমার কাছে যাবতীয় কাজ করিতে শিখিলাম । তিনি বসিয়া পাক করিতেন, আমি ঐ পাকের সমুদয় প্রস্তুত করিয়া দিতাম, এই প্রকার কাজ করিতে করিতে আমিও পাক করিতে শিখিলাম । আমি ঐ বাটীর সকলকে পাক করিয়া দিতাম । আমি যে এ সকল কাজ শিথিয়াছি, আমাদের বাটতে কেহ জানিত না । সেই খুড়ীমা আমাকে যৎপরোনাস্তি স্নেহ করিতেন, আমি সর্বদ। তাহার নিকটে থাকিতাম । এই প্রকারে কিছু দিবস যায়। এক দিবস আমি সেই খুড়ীমার মাথাতে তৈল দিতেছিলাম । ইতিমধ্যে আমার পিসী আসিলেন । আমি পিসীমাকে দেখিয়া ঘরের মধ্যে গিয়া লুকাইয়া থাকিলাম, তিনি আমাকে দেখিতে পাইয়া বলিলেন, মা ! আমাকে দেখিয়া লুকাইলে কেন ? তখন আমার ঐ খুড়ীমা বলিলেন, আমার মাথাতে তৈল দিতেছিল, পাছে তুমি কিছু বল, এই ভয়ে পলাইয়াছে। ঐ কথা শুনিয়া পিসী হাসিতে হাসিতে ঘর হইতে আমাকে কোলে করিয়া আনিয়া বলিলেন, তুমি কি এখন কাজ করিতে পার, কাজ কোথায়