ॐ ● আমার জীবন আবালবৃদ্ধ সকলে কাদিতে লাগিল, এই প্রকারে সকলে আমাকে যত্নে আনিয়া দ্বিতীয় পান্ধীতে না দিয়া ঐ এক পান্ধীর মধ্যেই উঠাইয়৷ দিলেন । আমাকে পান্ধীর মধ্যে দিবামাত্রই বেহারার লইয়া চলিল ; আমার নিকট আমার আত্মবন্ধু কেহই ছিল না, আমি এককালে বিপদ সাগরে পড়িলাম, আমি আর কোন উপায় না দেখিয়া মনের মধ্যে এই মাত্র বলিতে লাগিলাম, পরমেশ্বর ! তুমি আমার কাছে থাক । মনে মনে এই বলিয়া কাদিতে লাগিলাম। তখন আমার মনের ভাব কি বিষম হইয়াছিল । যখন দুর্গোৎসবে কি শুামাপূজায় পাঠা বলি দিতে লইয়া যায়, সে সময়ে সেই পাঠা যেমন প্রাণের আশা ত্যাগ করিয়া হতজ্ঞান হইয়৷ মা মা মা বলিয়৷ ডাকিতে থাকে, আমার মনের ভাবও তখন ঠিক সেই প্রকার হইয়াছিল । আমি আমার পরিবারগণকে না দেখিয়া, অত্যন্ত ব্যাকুল হইয়৷ মা মা বলিয়া কাদিতে লাগিলাম, আর মনের মধ্যে একান্তমনে কেবল পরমেশ্বরকে ডাকিতে লাগিলাম । আর ভাবিতে লাগিলাম, আমার মা বলিয়াছেন, তোমার ভয় হইলে পরমেশ্বরকে ডাকিও । ঐ কথা মনে ভাবিয়া কাদিতে লাগিলাম, এই প্রকার কাদিতে কাদিতে আমার গলা শুকাইয়া গেল এবং ক্রন্দন-শক্তিও রহিত হইয়া গেল । চতুর্থ অধ্যায় ওহে প্রভু বিশ্বেশ্বর, বিশ্বব্যাপী বিশ্বম্ভর, বিশ্বের ঈশ্বর বিশ্বময় । জননীর কোল ত্যজি, অতিশয় দুঃখে মজি, তোমারে ডাকি হে পেয়ে ভয় ॥ বন্ধুগণ আদর্শনে, অধৈর্য হয়েছি মনে আশঙ্কায় কঁাপিছে হৃদয় । কেঁদেছি জননী বোলে, আপনি নিয়াছ কোলে, छननौ इहेब्रl cन नभग्न ।
পাতা:আমার জীবন.djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।