পাতা:আমার জীবন.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন 9) সেই পরাৎপর, পরম ঈশ্বর, ভাব মন বিধিমতে ॥ পাইবে সে ধন, অমূল্য রতন, জ্ঞান ধন যদি রয়। অভয়-চরণ, লও রে শরণ, রবে না শমন-ভয় ॥ এই ভবনদী, তরিবে হে যদি, তবে কেন ভুল হয় । পথের সম্বল, জানিবে কেবল সেই দীন দয়াময় ॥ আমি প্রাতঃকাল হইতে ঐ সমুদয় কাজ করিতে আরম্ভ করিতাম, রাত্রি দুই প্রহর পর্যন্ত কাজের শেষ হইত। ইতিমধ্যে আমার বিশ্রাম ছিল না। কিন্তু পরমেশ্বরের অনুগ্রহে ঐ সকল কাজ আমার কর্তব্য কাজ বোধ হইত। একবারও আমার বিরক্তি বোধ হইত না । এই প্রকারে ক্রমেই ঈশ্বরেচ্ছায় সাংসারিক সমুদয় কাজ আমা হইতেই সমাধা হইতে লাগিল। তখন আমার বয়ঃক্রম চৌদ্দ বৎসর মাত্র। তখন আমার মনে মনে নিতুল্ল চেষ্ট হইল যে, আমি লেখাপড়া শিখিয়া পুথি পড়িব । কিন্তু ಕ್ಲಿ অদৃষ্টক্রমে তখন মেয়েছেলে লেখাপড় শিথিত না । তখনকার লোক বলিত, বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই । এখন বুঝি মেয়েছেলেতেও পুরুষের কাজ করিবেক । এতকাল ইহা ছিল না, একালে হইয়াছে। এখন মাগের নামডাক, মিনসে জড়ভরত, আমাদের কালে এত আপদ ছিল না । এখন মেয়ে রাজার কাল হইয়াছে । দিনে দিনে বা আর কত দেখিব ! এখন যেমত হইয়াছে, ইহাতে আর ভদ্রলোকের জাতি থাকিবেন। এখন বুঝি সকল মাগীরা একত্র হইয়া লেখাপড়া শিখিৰে । দশ পাঁচ জন এক স্থানে বসিয়া এই প্রকার আলাপ হইত। ঐ সকল কথা শুনিয়া আমার অভ্যস্ত ভয় ইইত । আমার মনের কথা প্রকাশ করা দূরে থাকুক, কেহ জামিবে বলিয়া ভয়ে প্রাণ কঁাপিত ।