পাতা:আমার জীবন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন ፃ » বাস্তৰিক যদি আর কিছু না বলে, তুমি বিধৰা হইয়াছ, এটি বলিতেই চাহে । সে যাহা হউক, আমার এই শরীর, এই মন, এই কাঠামই দেখিতে দেখিতে কয়েক প্রকার হইল, অনবরত আমার শরীরের মধ্যে খোদকারী হইতেছে! কি আশ্চর্য! আমি ইহার কিছুই জানিতে পারি না । সেই কারিগরকে শত শত ধন্যবাদ দিই । একাদশ রচনা ধন্য ধন্ত তুমি পূর্ণব্রহ্ম সনাতন । ও চরণে অধিনীর এই নিবেদন ॥ এসেছি ভারতবর্ষে অতি হর্ষ মনে । হরিষে বিষাদ নাথ হয় কি কারণে ॥ মণিহারা ফণী প্রায় বিষাদিত হিয়া । ক্ষণে ক্ষণে ওঠে প্রাণ চমকিয়া চমকিয়া ॥ ভকতবৎসল প্রভু তুমি অন্তর্যামী । দীনবন্ধু নাম সত্য জানিলাম আমি ॥ শত শত অপরাধে আমি অপরাধী। অপরাধ মার্জন কর হে দয়ানিধি ॥ কি আর বলিব নাথ সব জান তুমি । সংসার বাসনা কভু নাহি করি আমি ॥ ন চাহি তনয় বন্ধু নাহি চাহি ধন । বাসনা আমার তব পদে থাকে মন ॥ অসার সংসার মাত্র সার ধর্মপথ । তাহাতে রসের যেন পুরে মনোরথ ॥ হে পিতঃ করুণাময়! হে বিশ্বব্যাপী জগৎপালক ! হে পরমেশ্বর। হে অনাথ নাথ ! তোমার এ অনাথা তনয়াকে পাপ তাপ হইতে পরিত্রাণ কর, হে দয়ার সাগর ! হে পতিতপাবন দীনবন্ধু ! এ অধিনী কঙ্কার প্রতি কিঞ্চিৎ করুণা প্রকাশ কর । হে জ্বৰলেঙ্গ ৰল! হে गर्वणख्रिश्नांब ! cए निर्षमब्र वन ! cश् क्-िछब्र१ि ! cछांभांब्र ७ इर्दल