अाम: कौयन। Saf: শরণম্। नाटिकाजाछात्रा ১৭ পৌষ, ১৩০১ । কল্যাণবরেষু। আপনার গত ২৮ এ ডিসেম্বরের ভক্তিপূর্ণ পত্র পাইয়া মনোযোগের সাহিত পাঠ করিলাম। আপনি কৈফিয়ত বলিয়া যাহা লিখিয়াছেন আমি অহা সে ভাবে লইতে পারি না, আমার সন্দেহ ভঞ্জনার্থ অনুগ্রহ লিপি বলিয়াই গ্রহণ করিলাম। আমি জানি কবিরা যে রাজ্যে অবস্থিতি করেন এবং তঁাহারা যে পদে অধিষ্ঠিত তাহাতে ঠাহারা কাহারে নিকট কৈফিয়ত দিতে বাধ্য নহেন । প্রকৃতই আপনি যেরূপ বলিয়াছেন “কবির কালের সাক্ষী, কালের শিক্ষক’ আমিও আপনাকে যাহা লিখিয়াছি তাহা কৈফিয়াত তলবের জন্য নহে। আপনি পূর্ব্বপত্রে “কুরুক্ষেত্র’ আমার কাছে “কেমন লাগিল” জানিতে ইচ্ছা করিয়াছিলেন, সেই জন্য যেখানে যেমন লাগিয়াছে সরলভাবে লিখিয়াছি। আর এ সরলতায় যদি কোন গুণগরিমা থাকে। সে আমার নহে, সে আপনার ও আপনার কাব্যের । gBD BB uuuuDuDD DBDD DBD DBDDSDBDu eLLDBDB S BDBDSS গুণ আপনার বলি কেন না। যদিও আমার ন্যায়। একজন লোকের মতামতে আপনার কাব্যের কিছুমাত্র আসে যায় না, তথাপি অসামান্য উদারতা ও বিনয়ের সহিত আপনি গৌরব করিয়া আমার মতামত জানিতে চাহেন, এবং সেই জন্তু সাহসী হইয়া আমি যাহা লিখিয়াছি তাহা লিপিবদ্ধ করি । এবং গুণ আপনার কাব্যের বলি কেন না, যদি এ কাব্য এরূপ গুণপূর্ণ ও দোষশূন্ত না হইত এবং উহাতে যদি এমন কোন
পাতা:আমার জীবন (চতুর্থ ভাগ) - নবীনচন্দ্র সেন.djvu/৩০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।