SMy আমার জীবন। সাবডিভিসনের অবস্থা এবং আমার কার্যপ্রণালী বুঝাইলাম। তিনি বলিলেন তিনি ঠিক আমার প্রণালী মতে কার্য্য করিবেন। সর্ব্বশেষ রাণাঘাট শাসনের বিষ্ম (difficulty) কি জিজ্ঞাসা করিলে বলিলাম, DB BuuBD DKuBuDuSS DBD DDBDB gKL MDDSBu BB BDS আপনার গ্রীবা দিয়াছি। পরবর্তী কোন পথ অবলম্বন করিবেন, তাহা প্তাহাকে বির করিতে হইবে। পরদিন প্রাতের ট্রেণে দুই বৎসর মাত্র অবস্থিতির পর বড় অনিচ্ছায় এই মিশনারি প্রভুর উৎপীড়নে রাণাঘাট ছাড়িলাম। ষ্টেশনে রাণাঘাটের ও উলার ভদ্রমণ্ডলীতে পূর্ণ হইয়াছে। কেহ কেহ অশ্রু বর্ষণ করিতেছিলেন । সুরেন্দ্র বাবু তা সঙ্গে কলিকাতায় চলিলেন। পথে চাকদহের কমিশনার ও অনায়ারি মেজিষ্ট্রেটগণ আমার BD DB DBBDH D BD DB BD BD DBLBLBD D KBD দিলেন। তঁাহারাও আমার কক্ষে কঁাচড়াপাড়া পর্য্যন্ত গিয়া আমাকে অশ্রীপুর্ণ নয়নে বিদায় দিলেন। সুরেন্স বাবু ও তাহারা বলিলেন বে। রাণাঘাট সাবডিভিসনকে এরূপ কঁাদাইয়া ইতিপূর্ব্বে আর কেহ যাইতে পারেন নাই। ইহঁদের বিদায় দিয়া ডাকের চিঠিপত্র খুলতে গিয়া দেৰি বে শান্তিপুরের এক নামজাদা ডাক্তার চাইতে একখানি পত্রসহ একটি ক্ষুদ্র পুস্তক উপহার আসিয়াছে। ইনি রাণাঘাটের ভূতপূর্ব্ব সাবডিভিসনাল অফিসার একজনকে বিপদস্থ করিয়া খাতিলাভ করিয়াছিলেন। তিনি আমার সহিত কখনও সাক্ষাৎ করেন নাই। শান্তিপুরে nia, তিনি আমার কার্য্যপ্রণালীর তীব্র সমালোচনা করিতেন, কখন কখন প্রশংসা করিতেন। রামচৰণ ৰাকু সেই স্কুঙ্গা-উপহার স্বরণ করিয়া ভাবিলাম, আমার জঙ্গও কিছু পুষ্প চন্দন আসিয়াছে। পত্রখানি বড় শঙ্কিত হৃদয়ে খুলিলাম। তাহাতে লেখা আছে যে তিনি একজন স্বাধীনচেতা লোক, কখনও কোন সাৰডিভিসনাল অফিসারের খোসামুদি
পাতা:আমার জীবন (চতুর্থ ভাগ) - নবীনচন্দ্র সেন.djvu/৪৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।