এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৭৪
আমিষ ও নিরামিষ আহার।
পুরুখোলা দেখিয়া পটোল পছন্দ করিয়া লইতে হইবে। পুরু-খোলা ও খোলা-পুরু একই কথা। | |
গলিয়া | বেশী সিদ্ধ হওয়া। বেশী মজিয়া যাওয়া। |
গাদা | জড় করা। সব একত্র করা। |
গাদ | রস পাকাইবার সময় চিনির যে ময়লা বাহির হয়। |
গাছি বা গাছা | যেমন একগাছি শাক এক এক ডালকে “একগাছি” বলে। |
গাঢ়া | ঘন হইয়া আসা। গভীর যেমন গাঢ়া পাত্র। |
গালা | পশান। ফেন ঝরান। |
গিরা | তিন অঙ্গুলিতে এক গিরা হয়। অথবা এক বুড়া অঙ্গুলির পরিমাণ। |
গুঁড়ান | শুক্না শিলে বাঁটাকে গুঁড়ান বলে। |
গুন্দি | তাল করা। একত্র জড় করিয়া রাখা। খাসা ময়দার তালকে ময়দার গুন্দি বলে। |
গোলা | বেশন প্রভৃতি জল বা দুধের ন্যায় জলীয় জিনিষে গুলিয়া লওয়াকে গোলা বলে। কোন জিনিষ গোলাকার গড়িলে তাহাকেও গোলা বা গোল্লা বলা যায়। |
গোচ্ছা বা গোছা | একত্র জড় করা। গুচ্ছ। |
গোল্লা | যথা রসগোল্লা। গোলাকার। |
গোটা | আস্ত। অখণ্ডিত। |
ঘন ঘন | বারংবার। |