পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ by on কতকগুলি নোটস dictate করেন না বা ইংরাজি পড়াইতে word by word কথার মানে বলিয়া দেন না বা পড়াইতে পড়াইতে important দাগ দিয়া দেন না । ইংরাজি বা অন্ত কোন পাঠ্য পুস্তকের অসংখা key যাঙ্গ আমরা ভারতে দেখি, তাহার একখানি নমুনা ও সে দেশে দেখি নাই । অধ্যাপকগণ যে বিষয় পড়াইবেন, সেই বিষয়ের ভাল text-book বাছিয়া লইবেন, ক্লাসে ছেলে ভক্তি হইলে প্রথম দিন অর্থাৎ introductory লেকচার দিবার সময় সেই গুলিকে আনিয়া এ পুস্তক ঐ পুস্তক হইতে কোন ৰিষয়ে ভাল ও তিনি যে বিষয় পড়াইবেন তাহার বক্ত তাগুলি কোন কোন পুস্তকে cover করিবে তাহ লইয়া আলোচনা করেন । তাহ ছাড়া কতকগুলি reference book ও ছাত্রদের সম্মুখে ধরেন, research work এর জন্য কোন গুলি পড়া দরকার তাহ। লইয়া থানিক আলোচনা ও করেন । ভিন্ন ভিন্ন subject এর জন্ত wastos mimeographed lecture notes story; or বিতরণ করেন । তাহাতে র্তাহার লেকচারটার মোটামোটি বুঝবার কতক গুলি points দেওয়া থাকে । তিনি যেমন তাহার লেকচার expand করতে আরম্ভ করেন, আমরা ঐ কাগঞ্জের ধারে ধারে তাঙ্গার সারাংশ লিখি । এই রূপে একটা term বা session এর নোটস সংগ্রহ করিয়ু রাখিলে একখানি মস্ত বড় পুস্তক হইতে পারে । র্তাঙ্গার বক্ত তা ছাত্রেরা বুঝতে পারিয়াছে কিনা তাহ ধরিবার জন্য তিনি ২ ৩ দিন অন্তর কাসে তাহাদিগকে প্রশ্ন জিজ্ঞাস করেন । লেকচার দিয়ে গেলাম, ছেলেরা বুকুক বা না বুকুক তাহী নহে যেমন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে ঘটে । অধ্যাপকগণ অগাধ পণ্ডিত । প্রতোকে ই কোন না কোন পুস্ত ক বা bulletin এর author ত আছেন, তাই ছাড়া প্রত্যেকেই শবেষণা করিতেছেন, এ গবেষণার সীমা নাই, সামান্ত খুটি নাটি বিযয় লই ৪