পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స'ల আমেরিক ভ্রমণ বই প্রত্যেক বৎসর বাহির করে । ইহাতে প্রত্যেক senior ছাত্র ও ছাত্রীর ফটো, বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন Club, SO Oriety প্রভৃতির ফটো, ম্যাচ খেলার ছবি, সম্বৎসরে কোন কোন তারিখে বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত ঘটনাস ব ঘটে, ছাত্র ও অধ্যাপক সংক্রান্ত ro: sts থাকে। ইহা ছাড়া Alumni record ৫ বৎসর অন্তর বাহির হয় । তাহাতে বিশ্ববিদ্যালয়ের স্ষ্টি হইতে এ যাবৎ পর্যাস্ত প্রত্যেক গ্রাজুয়েটের biographi(a sketch , সংক্ষেপে জীবন চরিত ) এক volum এ প্রকাশিত হয় । তাহাতে নিম্নলিখিত খবর গুলি থাকে –কোন বৎসরে গ্রাজুয়েট করা হয় অন্তান্ত ডিগ্রি ল ওয়া হয় । বাপের নাম, মায়ের নাম, নিজের জন্মরিখ, কোন সহরে জন্ম, বিশ্ববিদ্যালয়ের কোন কোন club বা সমিতির সভা এ একসময় ছিল, ডিগ্রি লওয়ার পর কি কি চাকরী, কোন কোন তারিখ হইতে কোথায় করা হইয়াছে, উপস্থিত কি চাকরী, business address, বাড়ীর ঠিকানা । কি কি গ্রন্থ, মাসিক পত্রিকায় প্রবন্ধ, গবেষণা, inventii) প্রভৃতি করা হইয়াছে । যদি বিবাহ হইয়া থাকে, তবে কাঙ্গাকে ‘ববাহ করা হইয়াছে, কোন তারিখে, যদি ছেলেপিলে হইয়া থাকে, তবে কয়ট, তাহীদের নাম, জন্ম তারিখ, যদি মরিয়া গিয়া থাকে, কোন তারিপে মরিয়া গিয়াছে। যদি কোন গ্রাজুয়েটের মা বা বাবা বা ভাই বা বোন বা স্বামী চহার পূর্ব্বে ঐ বিশ্ববিদ্যালয় হইতে গাজুয়েট ইয়া থাকে তাঙ্গা ও উক্ত sketch এ সংক্ষেপে এই রূপে লেখা o す。 elfzAF — “No. 634 í Brother of No. 4oo " Ki “No. 1oo2 Wife of No. 750 " : «ăli aizons of 4: .\lumni record প্রকাশিত করবার সবিশেষ সংবাদ প্রত্যেক গ্রাজুয়েটদের নিকট প:ে লিথিয়া আনা হয় । একবার ভাবিয়া দেখুন যে এই রূপ পুস্তক প্রকাশিত করিতে কত পরিশ্রম, কত ব্যয় হয়, কিন্তু ইতার দাম যৎকিঞ্চিৎ অর্থাৎ ১ টাকা মাত্র । মার্কিন বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোন বিশ্ববিদ্যালয়