পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 . . . আমেরিকা ভ্রমণ চলিল। সে সময়ের ঢেউ যে কি প্রকার তাঙ্গ বর্ণনাতীত, চতুর্দিকে বিস্তৃত সমুদ্রবক্ষঃ, স্থল আর দেখিতে পা হয় ষায় না । নীল জলে ভয়ানক তুফান, ঢেউ সজোরে আসিয়া অনবরত আমাদের জাহাজের গায়ে লাগিতেছিল ; জাহাজ খুব দুলিত, তখন মনে হঠত যেন আমরা নাগরদোলায় চড়িলাম ; জাহাজের একদিক এমন ডোবে যেন জল ডেকের উপর উঠে, অপর দিক আবার তেমনি উচ্চে উঠে । দ্বিতীয় দিমের রাত্রে সন্ধার পর হইতে আমরা ডেকের উপর ছিলাম, সন্ধার সময় এমন hurrica) হইল, আর বৃষ্টি আসিল যে ডেকের সকল লোক একে একে গীতক ভাব নয় দেখিয়া নীচে নামিয়া গেলেন। তারপর যাহারা জাহাজের কর্ম্মচারী ছিলেন, র্তাহারা পর্যান্ত তাড়াতাড়ি নামিয়া গেলেন । আমি আমার জীবনে এ রকম ঝড় সমদ্রমধ্যে কখন দেখি নাই আমার প্রথমে একলা নামিয়া আসিতে সাচস হইতেছিল না, এ দিকে জলে পোষাক ভিজিয়া যাইতেছিল, ডেকের পদfসব ঝড়ে ছিড়িয়া গেল ; আর ক্ষণমাত্র দেরী BS BBB BBB BBBB BBBS BBB BBBB BBBBB S BBBB BBB BBBB BBB SBBBS BBSBB BBBS BBB BBBBB করিলেন । তখন হইতে অনবরত rolling হইতে লাগিল । সর্ব্বদাই আমাদের গা বমি বমি করিত, খাইতে বসিলে আর ও বমি আসিত । আমার একদিন খুব বমি হইয়া গেল, কিন্তু আর সকলে তার পরদিন হইতে দুই তিন বার করিয়া বমি করিতে লাগিলেন । বিছানা হইতে উঠিতে পারা যায় না, দাড়াইতে গেলে মাথা ঘুরিয়া যায় ; তখন এত কষ্ট বোধ করিতাম যে মনে হইত বিলাত না গেলেই ভাল ছিল । আমাদের কষ্ট দেখিয়া আমাদের cabin boys অর্থাৎ কামরার চাকররা বলিত, “বাঙ্গালী সাঙ্গে বর টাকা নষ্ট করিয়া ঘর ছাড়িয়া শরীর নষ্ট করিবার জন্ত বিদেশে যাইতেছেন, বে অফ বেঙ্গলের ধাক্কা যখন