পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ১৩২ ৷ করিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত বা আংশিক পড়ার খরচ চালায় । নের্ডিং Ftto commissary, waiter a dish-washerida Stoà of বেশী, ৩• ০’র বেশী ছাত্র এই সব কাজে নিযুক্ত, তাহার দ্বারা তাহাদের খাওয়ার খরচের বিল শোধ যায়। ১৫০ ছাত্র শীতের রাত্রে furance attend করিয়া নিজেদের কতক খরচ চালায় । আরো অনেকে ঘণ্টা হিসাবে বিশ্ববিদ্যালয়ের farm এ বা আফিসে বা gymnasiumএ শনিবার ও সুবিধামত বৈকালে কাজ করিয়া টাকা উপায় করে । ২৫টী ছাত্র ধোপার বিলের টাকা বাড়ী বাড়ী গিয়া আদায় করিয়া আনিয়া ধোপাকে দেওয়াতে বেতন পায় । একটা ছাত্র laundry agent হইয়াছিল । কলেজের সমস্ত খরচ দিয়াও তাহার হাতে ৬০০ টাকা хgs figa i sza stras typewriter atts I statat Thesis typewrite of Al Hrote stol golf; st; stars Engineering ও রসায়ণ ছাত্র laboratoryতে দৈনিক কাজে টাকা উপায় করে । “সহরের লোকের needy ছাত্রদিগকে আগে কাজ দেন । ৫টী ব্যাঙ্কে ছাত্রের রাত্রে প্রহরীর কাজে নিযুক্ত, ৪টা দোকানে ছাত্রেরা কেরাণীর কাজে নিযুক্ত, এবং বাড়ীতে ছাত্রের janitorএর কাজ পায় ।” যে সব ভারতীয়ের ছাত্র নহেন তাহারা কি প্রকারে টাকা উপায় করেন, তাহদের কথা বলি । সিকাগোতে থিয়েটারে একজন actorএর কাজ করিয়া টাকা উপায় করেন । চার দোকান অর্থাৎ ছোট রকমের restaurant খুলিয়া, মাথায় পাগড়ী লাগাইয়া ভারতীরের চা তৈয়ারী ও পরিবেশন করিয়া টাকা উপায় করেন। কেহ বা গির্জাতে বক্তৃতা দিয়া টাকা উপায় করেন। কেহ বা palmist অর্থাৎ গণতকারস্বরূপ টাকা উপায় করেন। কেহ বা Opera Houseএ বা জাহাজের উপর ভারতবর্ষ সম্বন্ধে এক ঘণ্টা public lecture দিয়া বেশ মোট টাকা উপায়ু করেন তাহা আমি আমার জীবন হইতে পরে বলিব ।