পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ > ○登 যে দিন dinnerএ অতিথি নিমন্ত্রিত হইয় আসেন, সে দিন কি কম্ব্রিরী ঠাহীকে আপ্যায়িত করিবেন সে জন্ত বাড়ীর লোকের মহাব্যস্ত হন না । কারণ বাড়ীর সব জিনিসই অনবরত গোছান থাকে । তবে অতিথি আসিবে বলিয়া খাবারের menuট না হয় পরিবর্তন হইতে পারে । অতিথি আসিলে র্তা ছাকে বাড়ীর প্রত্যেকের সহিত আলাপ করিয়ে দেওয়া হয় । থাইবার সময় সকলে তাহাকে চারিদিক বিরিয়া খাইতে বসেন। প্রত্যেক dish অগ্রে তাহাকে পরিবেশন করা হয়, তাহার পর বাড়ীর লোকেদের । Plateএর পর plate আসিবার পূর্ব্বে যদি একটু আধটু এটো টেবিলের কাপড়ে পড়ে waitress ছোট বাস দিয়া ঝাড়িয়া লইয়া যায়। অতিথি চুপচাপ করিয়া খান না । খাবার সময় নানাবিধ গল্পে টেবিলট সরগরম হইয় উঠে । যদি ২১টা মেয়ে থাকে তবে হাসির গল্পত খুবই হবে। যিনি যত বেশী মেয়ে মহলে হাসির কথা বলিতে পরিবেন তাহার তত মেয়ে মহলে আধিপত্য হইবে । নিতান্ত মেনি-মুখে মুখ-চোরা বেটাছেলেকে মার্কিন মেয়েরা পছন্দ করেন না । আহারের পর মেয়ের অতিথিকে piano'র ঘরে লইয়া গিয়া গান শুনাইবেন । Album) লইয়া ছবি দেখাইবেন ও সেই সঙ্গে অতিথি মহাশয়কে মধ্যে মধ্যে বলিতে হইবে, “এ কার্ডটা বেশ সুন্দর” । ছবি দেখান হইলে পর পরিবারের মেয়েরা জিজ্ঞাসা করিবেন, “আমাদের সংগ্রহ সম্বন্ধে কিরূপ মনে করেন ?” তাহার উত্তরে অতিথিকে অবশু বলিতে হয় যে খুব ভালরূপ সংগ্রহ হ ইয়াছে । বেশীক্ষণ ধরিয়া থাকিলে বাটীর কোন বেটাছেলে আসিয়া wfsfoto forgoth otza, “Do you want to wash, Mr.—?” (আপনার কি বাহ প্রস্রাব ফিরিবার দরকার আছে ?” ) দরকার থাকিলে, “হ্যা, আমাকে মাপ করুন বলিয়া" গল্প স্থান হইতে উঠিতে হয় । কথাবার্ত্ত কহিতে কহিতে যদি হাচি পায় তাছালেও “excuse"