পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ● আমেরিক ভ্রমণ অনেক জাহাজ নঙ্গ র করিয়া রহিয়াছে । আর অল্পক্ষণ পরে আমাদিগকে জাহাজ হইতে নামিতে হইবে । সাহেবরা বলিতে লাগিল, “আমরা আমাদের Home এ ফিরিলাম।” কোন সাহেব গান ধরিল --"Home Sweet Home, There is no place like Home etc.” Cota সাহেব ৫ বৎসর পরে, কেহ বা ১ • বৎসর পরে বাড়ী ফিরিতেছে । আর আমরা তিন বাঙ্গালীতে বাড়ী পরিত্যাগ করিয়া বিলাতে পদার্পণ করিতে atärsfs gists Royal Albert dock 4 affail পৌছিল ও নঙ্গর করিল । আমাদের জন্ত dock এ কে অপেক্ষা করিতেছেন কিন তাহ দেখিতে লাগিলাম । তখন বৃষ্টি পড়িতেছিল । একজন মুশলমান ভদ্রলোক Mr. A. Din ঘাহাকে পূর্ব্বে সংবাদ দেওয়া হইয়াছিল, তিনি আমাদিগকে receive করিবার জন্ত জtহাজের উপর অসিলেন ।

  • Totozoa goof: soy solata Thomas Cook & SonsCWA স্মৃষ্টি করিয়াছেন । ইহাদের agents পৃথিবীর সর্বত্র ; ইহাদিগকে যুরোপীয়ান বন্দরে জাহাজ আসিব মাত্রই দেখিতে পাওয়া যায়। ইহার যে Cookর লোক তাহা ইহাদের টুপির দ্বারা চেনা যায়, কারণ টুপিতে Cool oft F “Thos, Cook & Sons l’ są docką Thomas Cookর লোককে দেখিলাম । ইঙ্গারা বিশ্বাসী বলিয়া আমাদের সব জিনিষ, এমন কি, চাবিশুদ্ধ cook'র লোকের হাতে দিলাম । চাবি হস্তান্তর করার উদ্দেশু যে Custom House এ আমাদের বাক্সতে শুল্কোপযোগী দ্রব্যাদি আছে কি না তাহ পরীক্ষা হইবে, সে জন্য অনেক সময় লাগে, সে সময় Thomas Cook’র লোকই পাহারায় থাকেন। পাঠক পাঠিকা হয়ত ভাবিতেছেন যে বিদেশে বিদেশীকে এরূপভাবে বিশ্বাস করাই অন্তায় । কিন্তু cook’র লোকেরা এতদূর বিশ্বাসী যে সকলেই ইহাদিগকে বিশ্বাস করিয়া থাকেন। Cook'র through fদয়া যাহারা টিকিট ক্রয় করেন তাছাদের উপকারের জন্ত ইহার এতদূর করেন। অথচ তাহার জন্য