পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ ૨ જે বলিয়া থাকে--"আপনাকে ধন্যবাদ দিতেছি, ভগবান আপনাকে আশীর্ব্বাদ করুন ।” মার\কদিন দেখি-একটা স্ত্রীলোক একটী কচি শিশুকে গলা হইতে বুকের টুপরে একটা কাপড়ে ঝুলাইয় এক স্থানে দাড়াইয় আছে, তাহার ঐরূপ\একটা বাক্স আছে ও তাহাতে লেখা আছে— “দয়ালু বন্ধুগণ ইহাই আমার একমাত্র শিশু, আমার স্বামী মৃত, অনুগ্রহপূর্বক আমাকে সাহায্য করুন " আর একদিন দেখি–একজন সাহেব বাকিয়া চুকিয় লাঠির ভরে দাড়া রা আছে, তাহার পিঠেও বাক আছে ও লেখা আছে—“দয়ালু বন্ধুগণ ! আমি পক্ষাঘাতগ্রস্ত, অনুগ্রহপূর্ব্বক আমাকে সাহায্য করুন।" প্রাতঃকালে শয্যা হইতে উঠিতে না উঠিতে Artesian Roadএতে উষাকীর্ত্তন শুনিতে পাই, গরীব সাহেব বা মেম বেহাল বাজাইয়া প্রত্যুষে গান করে । দোতলা বা তন তলার ঘরের জানালা হইতে কেছ না কেহ তাঙ্গাদিগকে পেনি ছুড়িয় দেন । আমার ধারণ ছিল যে ভারতবর্ষই বুঝি "land of beggars” (ভিক্ষকদের দেশ) কিন্তু এক্ষণে দেখি এ দেশেও ভিক্ষুক আছে । agon Kew Garden, Tower of London, Buckingham Palace, Houses of Parliament, British Museum, Albert Memorial, Westminister Abbey orofs cofoqta fsfii alte. I Westminister Abbeycs șşit să se viat sa রাজার, রাণীর, বিখ্যাত সৈন্তের, Wordsworth, Shelly, টেনিসন প্রভৃতি কবির কবর দেখিলাম । যিনি যে কবরের প্রতি বেশী শ্রদ্ধা দেখাইতে ইচ্ছা করেন, তিনি সেই কবরের নিকট নিজের visiting (vird ছাড়িয়া আসেন । আমিও দেখা দেখি তাহাই করিলাম । লওন সহরের রাস্ত দিয়া হাটবার সময় দুইধারে কসাইদের দোকান বেশী নজরে পড়ে ; ঐ সব দোকানে গরুর মাংসের বড় বড় টুকর টাঙ্গান থাকে। কোনটা দেখিতে তানপুরার মতন, কোনটা একট