পাতা:আমেরিকা ভ্রমণ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v); আমেরিক ভ্রমণ i বেলা ৪ টার সময় ঘোলা জল নীল জলের সঙ্গে মিশিয়া থেলিতে লাগিল, জাহাজ নিউইয়ক বন্দরের চতুর্দ্দিক ঘুরিয়া যাইতে লাগিল । কলিকাতা ও লওন অপেক্ষা ঢের বড় বন্দর, কত নেীক, জাহাজ নঙ্গর করিয়া রহিয়াছে—বস্থদর পথের পর বিশ্রাম লইতেছে । ইতিমধ্যে নিউইয়র্ক সহর দেথা যাইতে লাগিল, দুরে ১৪১৫ তলা বড় বড় বাড়ী রহিয়াছে। কত জাহাজ আসিতেছে, আধার যাইতেছে । পানিক দুর যাইয়া আমাদের জাহাজ থামিল । Immigration officers, Custom officers, ডাক্তার প্রভৃতি উঠিলেন । আমাদের চক্ষু পরীক্ষা করিলেন, কত টাকা আমাদের সঙ্গে আছে, এবং কি জন্য আমরা আমেরিকায় নামিতেছি এবং কোথায় থাকিব তা ছ। সব লখিয়া লঙ্গলেন । তার পর ক্রমে ক্রমে জাহাজ Pier No. 48এ গিয়া নঙ্গর করিল 19ockএ অনেক সাহেব মেম নাড়াইয়া আছেন । আমাদের কয়েক জন বাঙ্গালী বন্ধুকে পূর্ব্ব হঠতে সংবাদ দেওয়া হইয়াছিল, কিন্তু তাহাদের কাহাকেও ডকে দেখিতে পাইলাম না । শেষে ৫ টার সময় জাহাজ ষ্টেতে নামিয়া স্বাধীন রাজ্যে পদার্পণ করি । কিন্তু কি জঙ্গ নামিলাম ? “দেশ দেশান্তে যাওরে আনতে নব নব জ্ঞান”—ঠিক এই গানটীর কথা তখন মনে হইল । সত্য সত্যই এই নূতন hemisphereএর নবালোকে, নব নব জ্ঞানে আপনাদিগকে ভূষিত করিবার জন্য এত কষ্ট করিয়া এসিয়া হইতে যুরোপ, যুরোপ হতে আমেরিকাতে আসার দরকার 落 ইল । আমার পদবী "সিংহ", অস্তিক্ষর S, সে জন্য আমাকে Room No. Sএ গিয়া দ্রব্যাদি থালাস লইবার জন্ত দাড়াহঁতে হইল । (এখানকার প্রথা যে, যাহার যে পদবী তাহাকে পদবীর প্রথম অক্ষরের ঘরে গিয়৷ অপেক্ষা করিতে হইবে । “দত্ত” I)’র ঘরে যাইবে, “Chatterjee”, C'র ঘরে যাইবে-এই রকম । ) এমন সময় দুষ্টজন বাঙ্গালী মিঃ দত্ত