এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আর্য-নারী। विडोश उां । mat - | ( ভারতের আদি জহর-ব্রত’ কাহিনী) ( S) ट्ि ন্দুগৌরব সিন্ধুরাজ দাহির যখন সিন্ধুরাজ্যের সিংহাসন আলোকিত করিয়া অবস্থান করিতেছিলেন, সেই সময়ে, মুশূন্মমানগণ ভারতবর্ষ জয়ের চেষ্টা করেন। সিন্ধু দেশই তখন বিদেশীয়দের ভারতবর্ষে প্রবেশের প্রধান পথ ছিল । ভারতবর্ষের পশ্চিম দিকে, আরবদেশে আরব জাতির মধ্যে প্রথমে মুশলমান ধর্ম্মের অভু্যুদয় হয়। নূতন ধর্ম্মবলে অনুপ্রাণিত বীর আরবজাতি, অতি অল্পকাল মধ্যে এসিয়া • মহাদেশের পশ্চিমভাগ এবং আফ্রিকা নামক মহাদেশের উত্তরভাগ জয় করিয়া, বিস্তৃত সাম্রাজ্য স্থাপন করিলেন। রাজধানী বোগদাদ নগরে প্রথম আরব সম্রাটুগণ এই বিপুল সাম্রাজ্য শাসন করিতেন । ইহার খলিফা নামে অভিহিত । এই খলিফাদের