পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S3 আর্য্য-নারী । পলায়ন করিল। প্রভাবতীকে লইয়া রাজসিংহ বিজয়গৌরবে: উদয়পুরে ফিরিয়া গেলেন। ংবাদ ঔরঙ্গজেবের নিকট পৌছিল। অনতিবিলম্বে সম্রাটের সহিত রাজার ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল। এই যুদ্ধে ঔরঙ্গজেব পরাস্ত হন। সমর, সংগ্রাম, প্রতাপের মত, রাজস্থানের মহাপ্রাণ বীর ভারত-গৌরর রাজসিংহ, অতুল বিক্রমে জয়লাভ করিলেন । জয় শেষে, যদিও রাণ রাজসিংহ তখন পরিণতবয়স্ক, তথাপি আপন প্রতিজ্ঞামত প্রভাবতী তাহাকে পতিত্বে বরণ করিলেন।