পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांची विन्यूयार्डौ । So হাতে পড়িবার সম্ভাবনা দেখ, নিজের হাতে, অজিতকে কাটিয়া সেই আসি নিজের বুকে বসাইও।” বিন্দুমতী কহিলেন,-“সে জন্য কোন চিন্তা করিও না দুৰ্গাদাস। রাজপুত রমণী আসি ধরিতে জানে, সে অসিতে প্রয়োজন হইলে নিজপুত্রের মাথা কাটিতে, নিজের বুকে বিধাইতেও সে পারে। আমি যশোবস্তের মহিষী। তার একমাত্র বংশধর আজ আমার হাতে। প্রাণ থাকিতে তাকে এমন অত্যাচারী শত্রুর হাতে দিব না, নিজেও সে শত্রুর করগত হইব না ।” রাজপ্রসাদের এক কক্ষে রাশি রাশি বারুদ বোঝাই করা হইল। পুরনারীরা সকলে সেই গৃহে প্রবেশ করিলেন। একজন এসেই বারুদে আগুন ধরাইয়া দিল। মুহূর্ত্তে রাজপুত-সতীর ধর্ম্ম লইয়া স্বগে চলিয়া গেলেন । আড়াই শত মাত্র অনুচর সহ রিন্দুমতী ও অজিতকে লইয়া দুৰ্গাদাস মোগল সৈন্যের বুহিভেদ করিয়া চলিয়া গেলেন। দুৰ্গাদাসের সঙ্গে রাণী ও অজিত মিবারে আসিয়া রাণা রাজসিংহের শরণাপন্ন হইলেন। রাণা তাহাদিগকে অভয় দিয়া উদয়পুরে থাকিতে কহিলেন। কিন্তু বিন্দুমতী কহিলেন,-“মহারাণ ! আজিত এখন আপনার আশ্রয় পাইল । ইহার সম্বন্ধে আমি এখন নিশ্চিন্ত । কিন্তু প্রভাবতীকে উদ্ধার করিয়া, আমাদের আশ্রয় দিয়া, আপনি মোগল সম্রাটের হৃদয়ে যে ঘোর প্রতিহিংসার আগুন