পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਫ਼9 ( S) মিবুরু, রাজপুত শক্তির মেরুদণ্ড স্বরূপ ছিল। ক্রমাগত পাঁচ ছয় শত বৎসর ধরিয়া পাঠান ও মোগলের সঙ্গেঅবিরত সংঘর্ষে, ক্রমে এই মেরুদণ্ড জীর্ণ ও দুর্বল হইয়া পড়িতে লাগিল। প্রদীপ যেমন নিভিবার আগে একবার বড় বেসি উজ্জ্বল হইয়া জ্বলে, মরিবার আগে জীবদেহে যেমন জীবনী শক্তির প্রবল বিকাশের লক্ষণ দেখা যায়, তেমনি রাজসিংহের সময় এই মেরুদণ্ড আশ্রয় করিয়া শেষ একবার রাজস্থান অপূর্ব শক্তি বিকাশে ভারত স্তম্ভিত করিয়াছিল। কিন্তু সেই বিকাশের মধ্যেই, মেরুদণ্ড মিবার, যেন, একেবারে ভাঙ্গিয়া পড়িল। রাজপুত জাতিও চিরদিনের মত একেবারে ধরালুষ্ঠিত হইল। এই সময় নবোখিত প্রবল মারাঠা জাতি ভারত ব্যাপিয়া আপনার শক্তি বিস্তার করিতেছিল । এ মারাঠা শক্তির প্রবল বন্যা ভারতের হিন্দু মুশলমান সকল ভাসাইয়া দিতে লাগিল । ভারতের চির দুর্ভাগ্য, হিন্দু কখনো ভারতময় এক জাতীয়ত্বের স্পন্দন অনুভব করে নাই। প্রাচীন ভারতে কুরু শক্তি ছিল, পাঞ্চাল শক্তি ছিল,-কাশী, কোশল প্রভৃতি