পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nò o by स्त्रां-नांद्ी । রাণার আর সে মিক্রম নাই। ভীমসিংহ আত্মরক্ষায় অসমর্থ হইয়া সিন্ধিয়ার প্রস্তাবে সম্মত হইলেন ; জয়পুরের দূতগণকে বিদায় করিয়া দিলেন । জগৎ সিংহই বা এ অপমান সহিবেন কেন ? তিনিও বহু সৈন্য লইয়া মিবার আক্রমণ করিলেন। এ দিকে মানসিংহও র্তার সৈন্য লইয়া আসিলেন । • সিন্ধিয়া মানসিংহের সহায় । জগৎ সিংহও বিপক্ষের সমকক্ষ হইবার জন্য আমীর র্থ নামক রাজস্থানের এক দুর্দান্ত পাঠান সর্দারের সহায়তা অবলম্বন করিলেন। মিবারময় তুমুল বিপ্লব উপস্থিত হইল । মিবারপতি দুর্বল। বিদেশী রাজগণ র্তাহাদেরু সৈন্য লইয়া মিবার বিধ্বস্ত করিতেছেন, তঁার সাধ্য নাই।--ইহার কিছুমাত্র প্রতিকার করিতে পারেন। ক্রমে পাঠান আমীর খাঁ, রাণার প্রধান পরামর্শদাতা হইয়া উঠিল। সে রাণাকে পরামর্শ দিল্লী, কৃষ্ণকুমারীকে লইয়াই যখন মিবারের এ বিপদ, তখন তার মৃত্যু ভিন্ন এ বিপদ দূর হইবে না। কৃষ্ণকুমারী র্যাহাকেই বিবাহ করুন, প্রতিদ্বন্দ্বী প্রতিহিংসাবশে মিবারকৈ এইরূপ বিধবন্ত করিতে থাকিবে। অতএব রাণী কন্যার প্রাণবধ করিয়া মিবারে শান্তি বিধান করুন । নিরূপায় রাণা, অগত্যা এই হীন ও নিষ্ঠর প্রস্তাবে সম্মত হইলেন । ‘রাণার ভ্রাতা যৌবনদাস গোপনে কৃষ্ণকুমারীকে হত্য