নকলশৰ্মদেশৰী । (NSD ) (Y) 副 রাজস্থানের উত্তর ও পশ্চিমভাগ মরুময় ৷ ” এই মরুময় প্রদেশের স্থানে স্থানে যে সব জনপদ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত রাজা বা ভূস্বামিগণ তাহা শাসন করিতেন। মোহিল নামে একটি রাজপুতজাতি ইহার এক জনপদে বাস করিত । রাজধানী অরিন্ত নগরে মোহিলরাজ মাণিকরাও রাজত্ব করিতেন । কর্ম্মদেবী, এই মহিলরাজ মাণিকরাওয়ের কন্যা । পুগল নামে আর একটি জনপদ ছিল। ভট্টবংশীয় রণাঙ্গদেব এই সময় পুগল শাসন করিতেন। রণাঙ্গদেবের পুত্র সাধু, বিশেষ শক্তিশালী ও পরাক্রান্ত যুবক। একদল বীর সহচর সহ তিনি নানাস্থানে যুদ্ধ করিয়া বেড়াইতেন। সিন্ধু নদীর ভীর। পর্যন্ত সমস্ত জনপদগুলি সাধুর প্রতাপে, কঁাপিত। সাধুরী বীরত্বের ৭ খ্যাতি সর্বত্র বিস্তৃত হইল। বীরাঙ্গনা কর্ম্মদেবী, সাধুর বীরত্বের খ্যাতি শুনিয়া, মনে মনে তঁাহাঁর প্রতি অনুরক্ত হইলেন । মিবারের রাণারা শিশোদীয় বা গিহেলাট বংশীয়। এই কুল "সূর্য্যবংশের একটি শাখা। মারবারের রাজারাও সূর্য্যবংশের
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।